জমির মালিকের আপত্তিতে বারুইপুরে বাতিল হল অমিত শাহ্‌-এর নির্বাচনী সভা

দিনকাল ডেস্কঃ শেষ পর্বের নির্বাচনে জনসভা করতে এসে বড়সড় ধাক্কা খেল বিজেপি। সোমবার বারইপুরের সীতাকুণ্ডে যাদবপুরএর বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে জনসভা করতে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর সভা বাতিল হল জমির মালিকের আপত্তিতে। এর পিছনে বিজেপির অভিজগের তির শাসক তৃণমূল ও নির্বাচন কমিশনের দিকে। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছেন, কোনও জমি মালিক আপত্তি করলে নির্বাচনী আচারণ বিধিতে সেই সভা বাতিল করতে হবে। এদিকে বিজেপির বক্তব্য , নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দলের মিডিয়ার হেড রাজ্য সভার সাংসদ অনিল বালুনি জানান, বিজেপি এই ঘটনার প্রতিবাদ করবে। দারস্ত হবে নির্বাচন কমিশনেরও। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী জনসভা করার জন্য বারুইপুরএর সীতাকুণ্ডের কাছে একটি জমি ভাড়া করে বিজেপি। কিন্তু জমির মালিক রবিবার রাতে আপত্তি করেন। এই মর্মে জমির মালিক নির্বাচন কমিশনকে লিখিতভাবে তার আপত্তির কথা জানালে ইসি বিজেপি সভা না করতে নির্দেশ দেন।  

Back To Top