কবিতাঃ লেজকাটা নেংটি

~গোলাম মহাম্মদ

ওহে,
ও নেংটি ও লেজকাটা,
বাইরে থেকেই তুমি সাদা-মাটা !
ভেতর ভেতরে খোঁড় যত মাটি,
দলিল-পত্র ও শস্যদানা কাটি ৷
ক্ষতিসাধন কর যে মোদের,
অভাব তোমার ঐ সঠিক বোধের ৷

তোমায় ফাঁদতে যে কলই পাতি,
ধরাদাও তুমি তাতে রাতারাতি !
কিন্তু তোমার বাকি সঙ্গীরা
আইন না মানা নিয়ম ভঙ্গিরা ৷
নিয়ম ভাঙার শাস্তি জান ?
ভাল চাইলে দেশে শান্তি আন ৷

অনুরোধ করি মোরা জনগন,
নেংটির মতো আচার-আচরণ !
সমাজের যত নগ্নজাতি
রক্তলিলায় উঠিয়না মাতি ৷
সাবধান করি তব বারবার ,
নিজ কর্মের নিজ হাহাকার !

চিরসত্য যে একটি কথা
সর্বকালের নিত্য তথা,
যে করিবে যেমন কর্ম
পাবে সে তেমন ফল ৷
কর্ম তোমার সৎ যদি হয়
ভবিষ্যত উজ্জ্বল ৷

Back To Top