রাস্তাতে যেন একটা গরুও না দেখা যায়ঃ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ

দিনকাল ডেস্কঃ গত নভেম্বরে ক্ষমতায় আসার আগে কংগ্রেস তাদের ইস্তাহারে বলেছিল কংগ্রেস ক্ষমতায় এসে প্রত্যেক পঞ্চায়েতে একটি করে গোশালা নির্মাণ করবে। এবার সেই কথা রাখতে রাখল কংগ্রেস সরকার।

কমলনাথ জেলা সফরে গিয়ে আধিকারিকদের সাথে আলোচনা করে নির্দেশ দিয়েছেন প্রত্যেক পঞ্চায়েতে একটি করে গোশালা নির্মাণ করার এবং কোন গরু যেন রাস্তাতে দেখা না যায়।

উল্লেখ্য, মধ্যপ্রদেশে গোহত্যা নিষিদ্ধ থাকায় গরুর সংখ্যা অত্যাধিকভাবে বেড়ে গেছে, এছাড়া গরু বৃদ্ধ হয়ে গেলে তাদের কে ছেড়ে দিচ্ছে গরুর মালিকরা, ফলে সেইসব গরু রাস্তায় এসে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। ট্র্যাফিকে বিঘ্ন ঘটাচ্ছে।

তবে এটা এখন স্বচ্ছ জলের মত পরিস্কার যে গোহত্যা নিষিদ্ধ যদি তুলে না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে গরুর রাখা নিয়ে সংকটে পড়বে দেশ।

Back To Top