বুধবার থেকেই একুশ উদযাপন ভাষা ও চেতনা সমিতির

দিনকাল ডেস্কঃ একুশের  ভাষা দিবস  শুরু  হয়ে  গেল বিশর সন্ধ্যায়। বুধবার  সন্ধ্যা  থেকে আকাদেমি  অব ফাইন আর্টসে  রানু ছায়া মঞ্চে  ভাষা ও  চেতনা সমিতির  উদ্যোগে একুশ উদযাপন  শুরু  হয়। চলবে বৃহস্পতিবার  সন্ধ্যা  পর্যন্ত ।এদিন গান- কবিতা   নাটক- সঙ্গীত  পরিবেশনের মধ্য  দিয়ে  দিনটি শুরু  হয়।   এবছর ভাষা ও চেতনা সমিতির  একুশ উদযাপন  একুশ  বছরে পদার্পণ  করল যা একটি ঐতিহাসিক  ঘটনা বলে  মনে করেন  সংগঠনের সাধারণ সম্পাদক  অধ্যাপক  ইমানুল হক। এদিনের  ভাষা ও চেতনা  সমিতির  একুশ উদযাপন  অনুষ্ঠানের উদ্বোধন  করেন কবি শঙ্খ  ঘোষ । আজ থেকে  একুশ  বছর আগে   অনুষ্ঠানের উদ্বোধন  করেন  কবি  অন্নদাশঙ্কর  রায়।

Back To Top