বিজয়া ব্যাংক, দেনা ব্যাংক এবং ব্যাংক অফ বরোদাকে সংযুক্ত করতে চলেছে ভারত সরকার

দিনকাল ডেস্কঃ ভারত সরকার আজ ঘোষণা করে ভারতের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক দেনা ব্যাংক, বিজয়া ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা কে সংযুক্ত করে ভারতের তৃতীয় বৃহত্তম ব্যাংক গঠন করা হবে ভারতের ব্যাঙ্কিং পরিষেবায় স্বচ্ছতার অংশ হিসাবে।

ভারত সরকারের সবরকমের সহযোগিতা জারি রাখবে। অর্থনৈতিক পরিষেবার সম্পাদক রাজিভ কুমার একটি সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন, সেখানে অর্থমন্ত্রী অরুণ জেটলিও উপস্থিত ছিলেন। রাজীব কুমার বলেন এই প্রস্তাব তিনটি ব্যাঙ্কের বোর্ডে পাঠানো হবে অনুমোদনের জন্য। তিনি আরও বলেন ব্যাংক তিনটি তারা তাদের সমস্ত কাজ স্বাধীনভাবে চালিয়ে জেতে পারবে সংযুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত। কোন কর্মীকেই কোন রকমের বিপদের সম্মুখীন হতে হবেনা বরং তাদেরকে ভাল পরিষেবা চুক্তির আয়তায় নিয়ে আসা হবে।
বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ভারতীয় স্টেট ব্যাংক’ এবং প্রায়ভেট ব্যাংক ‘এইচডিএফসি ব্যাংক’ ও ‘আই সি আই সি আই ব্যাংক’ এই তিনটি হল ভারতের বৃহত্তম ব্যাংক।

Back To Top