বাংলাদেশে করোনায় আক্রান্ত ২ হাজার সৈন্য, মৃত ১৭

সাইফুল্লা লস্কর : পৃথিবীব্যাপি নোবেল করোনা ভাইরাসের প্রকোপ ধরে ধরে কমতে থাকলেও ভারতীয় উপমহাদেশে তা এখনও উর্দ্ধমুখী ভারতের প্রতিবেশী বাংলাদেশ এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হিমসিম খাচ্ছে। করানোর এই সংক্রমণ কোনো অবস্থাতেই বৈষম্যমূলক নয়। না কোনো দেশ, না কোনো শহর , আর না কোনো গ্রাম কেউই ছাড় পায়নি করোনা গ্রাস থেকে। করোনা তো মানুষের মধ্যে থাকা পার্থক্য বোঝেনা তাই, ডাক্তার, মাস্টার, কৃষক, পুলিশ, সৈনিক কাউকেই বাদ দিচ্ছে না।

করোনা দুর্যোগের মধ্যে ও নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছে সৈন্য গোষ্ঠী। ফলে, করোনা দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে।তাদের কেও।

এপর্যন্ত বাংলাদেশে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ২ হাজার ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাদের পরিবারের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৮৮ জন। অন্যান্য সশস্ত্র বেসামরিক প্রতিষ্ঠানে করোনা আক্রান্তদের সংখ্যা  ২ হাজার ৭৮৮।

তাদের মধ্যে ১ হাজার  ৩১০ জন বিভিন্ন সি এম এইচ এ চিকিৎসাধীন আছেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬১ জন। মারা গেছেন ১৭ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ছিলেন ১৪ জন এবং তিন জন ছিলেন কর্মরত।

এ পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্ত সংখ্যা ২৭৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৯০০ জনের।

Back To Top