প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে বড় দুর্ভোগঃ মুখ্যমন্ত্রী


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা
য়

দিনকাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সবচেয়ে বড় দুর্ভোগ বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই আক্রমণ করেন। এদিন তিনি মোদীকে উদ্দেশ্য করে বলেন, দেশের সবচেয়ে অপদার্থ প্রধানমন্ত্রী হল নরেন্দ্র মোদী। ৫৪ বার বিদেশ ভ্রুমণ করেছেন। অথচ দেশটার রাজকোষ ফাঁকা করে দিয়েছেন। নোট বন্দী, জিএসটি, কৃষক বঞ্চনা- এই সব ঘটনা দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। উপরন্ত বাঁচিয়েছেন চৌকিদার সেজে ব্যাঙ্ক লুটেরাদের । দেশের কৃষি অর্থনীতি পঙ্গু। মানুষ যখন রাস্তায় নেমেছে তখন দৃষ্টি ঘোরানোর জন্য ভারত- পাকিস্তান যুদ্ধ-যুদ্ধ খেলা করেছেন। এদিন দাঁতনের সভা থেকে মুখ্যমন্ত্রী ‘ফনী’ ঝড়ে আক্রান্তদের আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন।

Back To Top