ক্ষমা করার কোনও জায়গা নেই


ভারতী ঘোষ

কয়েক বছর আগে কৃষ্ণনগরে এক দলীয় সভায় তৎকালীন তৃনমূল সাংসদ চিত্রাভিনেতা তাপস পাল হুঙ্কার দিয়েছিলেন আমার ছেলেদের ঢুকিয়ে দিয়ে র‍্যাপ করে ছাড়ব। ঠিক একই ভাবে কুটুক্তি করলেন, ঘাটালের বিজেপি প্রার্থী ও এক সময়ের পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। কী বললেন তিনি ? শনিবার এক নির্বাচনী সভায় এসে বললেন, উত্তর প্রদেশ থেকে লোক ঢুকিয়ে ঠিক করে দেব। এই কি একজন প্রাক্তন আই পি এসের ভাষা? বিশেষত যিনি একদিন আমাদের মুখ্যমন্ত্রীকে ‘জঙ্গল মহলের মা’ বলতেন  আজ তিনি এতো রুষ্ট কেন? রুষ্ট বলেই কি তিনি এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করবেন? আজকে তো দিনের আলোর মতো সত্য যে, ভারতী ঘোষের বিরুদ্ধে সেনা মজুদ করার অভিযোগ যেন সত্য। বিষয়টি বিচারাধীন । তার ভাষাকে আরও সংযত করতে হবে। নইলে তার বিপদ, তার দলেরও বিপদ বাড়বে। তাপস পাল ভুবেনেশ্বর আদালত থেকে মুক্ত হয়ে তার নোংরা ভাষা ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। ভারতী ঘোষকেও এক দিন ক্ষমা চাইতে হবে। সেদিন আর ক্ষমা করার কোনও জায়গা থাকবে না। রাজনীতির এই ভাষা সন্ত্রাস আজ কিন্তু নতুন প্রজন্মের কাছে কু-বার্তা পৌঁছে যাচ্ছে। এই বার্তা নতুন প্রজন্মকে প্রভাবিত করবে।  

Back To Top