কবিতাঃ নকল মুক্তিযোদ্ধা ও মায়াকান্না

~মোহাম্মদ সাদউদ্দিন

দিকে দিকে নকল মুক্তিযোদ্ধা
আর নকল ভাষা সৈনিক,
বিদেশের দূতাবাসগুলিতে
তারাই পুরস্কৃত হয়
আমি মুক্তিযোদ্ধার ছেলে
কলকাতার রাস্তায় খালি
ঘুরে বেড়াই
আমার কোন রেকর্ড বা কোনোও
প্রমাণপত্র নেই
অথচ দেশটির জন্য
আমার বাবা বা আমার পরিবার
রক্ত ঝরিয়েছিল
আর নকল মুক্তিযোদ্ধাদের
মায়াকান্না কতো?
হায় মুক্তিযুদ্ধের চেতনা
তুমি এভাবেই মুখ থুবড়ে পড়বে।

মুক্তিযোদ্ধার সন্তান এবং কবি মোহাম্মদ সাদউদ্দিন তাঁর বাবার ব্যবহৃত মুজিব কোট পরে স্বীকৃতির অপেক্ষায়
Back To Top