দুই বঙ্গের স্মরণীয় মুসলমান

কলকাতা বাংলাদেশ বইমেলায় অনবদ্য গবেষণা গ্রন্থ মোহাম্মদ সাদউদ্দিনের ‘দুই বঙ্গের স্মরণীয় মুসলমান’ ১৭৩২ হাজি মোহাম্মদ মহসীন, তিতুমীর, প্রথম বিলাত যাত্রী মির্জা এহতেসামুদ্দিন, ইতিহাসবিদ দেওয়ান ফজলে রব্বী, মুসলিম সমাজের বিদ্যাসাগর উবাইদুল্লাহ আল উবাইদি, নবজাগরণের অগ্রদুত নবাব আব্দুল লতিফ, বঙ্কিম সহপাঠী নবাব আব্দুল জব্বার, সৈয়দ আমির আলি, মৌলানা আবুল কাসেম, মনুরিজ্জামান ইসলামাবাদী, অবিভক্ত বঙ্গের তিন প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন ও হোসেন শহীদ সোহরাবরদি, নবাব সলিমুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান (১৯২০) সহ ৫০ জন ব্যক্তিত্ব এসেছেন। তাদের জীবনি মানুষের কাছে অনুসরণীয় ও অনুকরণীয়। বইটির প্রকাশক শিখা প্রকাশনী। 

এই লেখকের আরেকটি গবেষণাধর্মী বই ‘ইতিহাস ও সাহিত্যে সাম্প্রদায়িকতা’ সংগ্রহ করতে পারেন শোভা প্রকাশনীর স্টল থেকে।

বইমেলা শুরু হচ্ছে আজকে ২ নভেম্বর ২০১৮ বিকেল দুটোয়। স্থান রবীন্দ্রসদন সংলগ্ন মোহরকুঞ্জে। চলে ১২ নভেম্বর পর্যন্ত।

Back To Top