দুই দেশের মধ্যে শান্তির স্বার্থে শীঘ্র মৃত্যু হোক আপনার চ্যানেলের : অর্নব গোস্বামীর প্রাইম টাইম প্রোগ্রামে যোগদানের আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে তার ভাষায় জবাব পাকিস্তানি আইনজীবীর

সাইফুল্লা লস্কর : বিজেপি ভক্ত অর্নব গোস্বামীকে তারই ভাষায় জবাব দিলেন পাকিস্তানের এক আইনজীবী। আসাদ রহিম খান নামক পাকিস্তানি আইনজীবীকে গতকাল রাত ৯ টায় তার চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে যোগ দান করার আমন্ত্রণ জানিয়ে ইমেল পাঠায় অর্নব গোস্বামীর রিপাবলিক টিভি। তাদের ইমেলে তারা লেখে, “গুপ্তচর বৃত্তির কারণে ভারত পাকিস্তান সম্পর্কে ফাটলের ব্যাপারে আমাদের অনুষ্ঠানে আপনার মতামতের বিষয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, যেহেতু দিল্লিতে পাকিস্তানি দূতাবাসের দুই আধিকারিককে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করেছে ভারত। আমরা ১ লা জুন, ২০২০ রাত ৯ টায় স্কাইপ বা ফেস টাইমের মাধ্যমে ভারতে আমাদের চ্যানেলে আপনাকে পেলে খুশি হব। “

তারা আরো লেখে, ” রিপাবলিক টিভিতে আমরা বিশ্বাস করি আপনার মতামত আমাদের আলোচনায় আরো গভীরতা ও প্রাসঙ্গিকতা যোগ করবে এবং আমাদের মধ্যেকার ভুলবোঝাবুঝি কমাতে সাহায্য করবে।”

কিন্তু পাকিস্তানি আইনজীবীর তরফ থেকে যে জবাব দেয়া হয় মোদী ভক্ত এই সঞ্চালকের চ্যানেলকে তা নিশ্চিতভাবেই চমকে দেয়ার মতো এবং অর্ণবের মুখে চপেটাঘাতের মতো। তিনি তার জবাবে লেখেন, “আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ। যদি আমি ১ ঘণ্টা ধরে কোনো ফ্যাসিবাদী উন্মাদের চিৎকার শুনতে চাই তাহলে আমি জোসেফ গোয়েববেলসের পুরনো বক্তব্যগুলো শুনবো। আমাদের দুই দেশের মধ্যে শান্তির স্বার্থে শীঘ্র মৃত্যু হোক আপনার চ্যানেলের। আপনাকে আবারো শুভেচ্ছা এবং ধন্যবাদ।”

উল্লেখ্য জোসেফ গোয়েববেলস ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত হিটলারের নাৎসি বাহিনীর অপপ্রচার বিভাগের প্রধান ছিলেন।

Back To Top