দিল্লী মেট্রোতে ৯০ শতাংশ পকেটমারের কাজ মেয়েদের

২০১৮ সালে দিল্লী মেট্রোতে ৪৯৭ টি পকেটমারের কেস হয়েছে। এর মধ্যে ৯৪ শতাংশ কেসেই ধরা পড়েছে মহিলা। ২০১৭ সালে এই হার ছিল ৮৫ শতাংশ।

২০১৮ সালে ২০১৭ সালের থেকে পকেটামারের ঘটনা অনেকটাই কমেছে। এর কারণ হিসেবে মেট্রোর বিবৃতি, সমস্ত স্টেশনে সিভিল ড্রেসে সিআইএসএফ কর্মীদেরকে দায়ীত্ব হয়েছে নজর রাখতে। তারা স্টেশনে এবং ট্রেনের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে এই চোরদের ধরতে সক্ষম হয়েছে।

অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২০১৭ সালে ধরার চোরেদের মধ্য ১২৯২ জন মেয়ে ও ১০০ জন পুরুষ ধরা পড়েছিল। ২০১৮ সালে সেই সংখ্যা হয়েছে ৪৭০ জন মহিলা এবং ২৮ জন পুরুষ। চোরেদের অধিকাংশই মধ্য দিল্লী থেকে মেট্রোতে চাপে এবং সাথে করে বাচ্চাদের নিয়ে থাকে। তারা তুলনামূলক খালি স্টেশনগুলিতে ট্রেনে চাপত এবং ভিড় হলে নেমে বেরিয়ে যেত।   

Back To Top