দিরিলিস এরতুগ্রুল : লকডাউনের মধ্যে সুস্থ সংস্কৃতির নব পথপ্রদর্শক

সাইফুল্লা লস্কর : সমগ্র বিশ্ব যখন করোনা ভাইরাসের করাল গ্রাসে আক্রান্ত ঠিক সেই সময় মুসলিম যুব সমাজের একাংশ লকডাউনের সময় গৃহবন্দি অবস্থায় দিরিলিস এরতুগ্রুল টিভি সিরিজের হাত ধরে সুস্থ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবার সুযোগ পাচ্ছে। সারা বিশ্বে গত কয়েকদশক ধরে সমগ্র মুসলিম সমাজ যে ভয়াবহ সংকটময় পরিস্থিতির স্বীকার সেটা থেকে উত্তরণের সঠিক পথ একমাত্র ইসলামের সোনালী অতীত চর্চার মাধ্যমেই পাওয়া সম্ভব।বর্তমান মুসলিম যুব সমাজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে প্রায় অন্ধকারে যা জাতির এই দুর্দশার অন্যতম কারণ।

৬০০ বছরের অধিক রাজত্ব করা পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও ইসলামের ইতিহাসের দ্বিতীয় সর্ববৃহৎ সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য বা সালতানাতে ওসমানিয়ার প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের পিতা গাজী এরতুগ্রুল এর জীবনের উপর মেহমেত বোজদাগের নির্মিত এই সিরিজটি পাঁচটি সিজনে বিভক্ত।২০১৪ সালের ডিসেম্বর থেকে তুরস্কের রাষ্ট্রীয় টিভি টিয়ারটি ১ চ্যানেলে সম্প্রচারিত হওয়া সিরিজটির প্রত্যেকটি সিজনে সৃজনশীলতা ও মুসলিম সংস্কৃতির সঠিক উপস্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে।গাজী এরতুগ্রুল এর হাত ধরে কাই গোষ্ঠী ও সেলযুক সাম্রাজ্য কিভাবে তৎকালীন ইউরোপের টেম্পেলার,ক্রুসেডার ও মঙ্গল শক্তির বিরুদ্ধে জিহাদ করেছে তা শৈল্পিক সৌন্দর্যৈর মাধ্যমে চিত্রিত করা হয়েছে।বর্তমানে নেটফ্লীক্সের প্রথম দশটি জনপ্রিয় সিরিজের মধ্যে এটি অন্যতম।সব সিজনগুলো বাংলাসহ বিশ্বের প্রায় ২১ টি ভাষায় ডাবিং করা হয়েছে তবে ইংলিশ সাবটাইটেল যুক্ত ভার্সন গুলি সর্বোচ্চ জনপ্রিয় এবং পাকিস্তানের প্রধান মন্ত্রী ইমরান খানের উদ্যোগে প্রথম রমজান থেকে পাকিস্তানের রাষ্ট্রীয় পিটিভিতে এর উর্দু ডাবিং ভার্সন চালু হয়েছে যা ইউটিউবে ভিউয়ার্শিপের নতুন রেকর্ড সৃষ্টি করতে চলেছে।সিরিজটিতে গাজী এরতুগ্রুল এর মূল চরিত্রে অভিনয় করেছেন ইঞ্জিন আলতান যে কারনে তিনি এখন মুসলিম বিশ্বে অন্যতম সর্বজন পরিচিত এক মুখ।এই সিরিজটি মুসলিম যুব সমাজের কাছে স্বাভাবিকভাবেই খুব জনপ্রিয় হতে উঠেছে যারা এতদিন এমন সুস্থ সংস্কৃতি থেকে অনেক দূরে অপসংস্কৃতির মধ্যে আচ্ছন্ন ছিল। মুসলিম বিশ্বকে আবার তার হৃতগৌরব পুনরুদ্ধার করতে গেলে আবার নিজেদের ইতিহাসকে এবং সংস্কৃতিকে আঁকড়ে ধরতে হবে।এই দিশায় দিরিলিস নিঃসন্দেহে নতুন পথের দিশারী।

Back To Top