তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়াতে ১০০ বছর পর আবার শোনা যাবে আযানের সুমধুর ধ্বনি

ইস্তানবুলের বিখ্যাত আয়া সোফিয়া

সাইফুল্লা লস্কর : রাষ্ট্রপতি রিসেপ তায়্যেপ এরদোগানের নির্দেশে তুরস্কের পূর্ববর্তী রাজধানী ইস্তানবুলের বিখ্যাত আয়া সোফিয়া আবার মসজিদে রূপান্তরিত হতে চলেছে বলে জানা গিয়েছে তুরস্কের হুররিয়াত দৈনিকের প্রকাশ এক খবরে। ১৪৫৩ খ্রিস্টাব্দের ২৯ শে মে তারিখে ইস্তানবুল বিজয়ের পর অর্থডক্স গ্রিক খ্রিস্টানদের বিখ্যাত এই গীর্জাটিকে সুলতান দ্বিতীয় মুহাম্মদ ফাতিহ মসজিদে রূপান্তরিত করেন। তুরস্কের ইসলাম বিরোধী রাষ্ট্রনেতা কামাল আতাতুর্ক ১৯৩৫ খ্রিস্টাব্দে এটিকে একটা জাদুঘরে রূপান্তরিত করেন।

গত ২৯ শে মে তারিখে বিখ্যাত কনস্টান্টিনোপল বিজয় উপলক্ষে আয়া সোফিয়ার মধ্যে সুরাহ ফাতিহার তেলাওয়াত করা হয়। গ্রীক এই বিষয়টি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, যার পাল্টা পদক্ষেপ হিসেবে তুরস্ক এটিকে আবার মসজিদে রূপান্তরিত করছে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য কয়েকদিন আগে তুরস্কের বিদেশ মন্ত্রী বলেছিলেন কুরআনের আয়াত তেলাওয়াত করার জন্য আমাদের কারো অনুমতির প্রয়োজন নেই।

তুর্কি রাষ্ট্রপতি এরদোগান এটিকে দর্শনার্থীদের জন্যও উন্মুক্ত রাখতে চান তবে এটি মুসুল্লিদের নামাজের জন্যও খোলা থাকবে। তাই বিখ্যাত এই স্থাপনাটিতে প্রায় একশো বছর আবার শোনা যাবে আযানের সুমধুর ধ্বনি।

Back To Top