চিনে আবার শুরু করোনা সংক্রমণ, এবার উৎস বেইজিং এর পাইকারি বাজার

সাইফুল্লা লস্কর : যখন তৃতীয় বিশ্বের কিছু দেশ ছাড়া পুরো বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে উল্লেখযোগ্য হারে ঠিক তখন করোনার প্রাথমিক উৎপত্তিস্থল চিনে আবার শুরু হলো সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় চিনে মোট করোনা সংক্রমণ ধরা পড়েছে ৪৯ জনের শরীরে। যাদের মধ্যে ৩৯ জন চিনের বাসিন্দা এবং ১০ জন বিদেশ থেকে আসা ব্যাক্তি। যদিও এবার করোনা সংক্রমণ হচ্ছে রাজধানী বেইজিং এ। বেইজিং এর পাইকারি বাজারকে এই সংক্রমনের উৎস হিসেবে ধরা হচ্ছে।

দ্বিতীয় দফা সংক্রমণ রোধে চিনা প্রশাসন আতের তুলনায় অনেক বেশি সচেষ্ট। পাইকারি বাজার এলাকায় বহু লোককে চিহ্নিত করে তাদের পরীক্ষা করে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে সরকার। বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ। আশপাশের ১০ টি এলাকায় জারি করা হয়েছে লকডাউন।

প্রথম দফায় চিনের উহান প্রদেশে করোনায় সংক্রামিত হয় প্রায় ৮৪ হাজার মানুষ এবং এদের মধ্যে মৃত্যু হয় প্রায় ৪৭০০ জনের এবং সুস্থ হয়ে ওঠে ৭৮ হাজারের বেশি মানুষ। বিশেষজ্ঞরা চিনে অনেক আগে থেকেই দ্বিতীয় দফার সংক্রমিত সম্ভাবনার কথা বলছিলেন।

Back To Top