গরম বাড়বে, ৮টি জেলায় তীব্র তাপপ্রবাহ সতর্কতা

দিনকাল ডেস্কঃ  আগামী ৪৮ ঘন্টায় গরম আরও বাড়বে বলে শুক্রবার আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিন আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, রাজ্যের ৮ টি জেলায় তীব্র তাপ প্রবাহ। জেলা গুলি হল, দুই বর্ধমান, পুরুলিয়া, হাওড়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর । কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রা আরও বাড়বে। বৃষ্টির কোনও লক্ষণ নেই।ন তবে কলকাতায় তাপ প্রবাহের কোনও সতর্কতা নেই। এদিন আসানসোল, পানাগড়, দুর্গাপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় প্রচণ্ড গরম ছিল। তাপমাত্রা ৪৫ ডিগ্রীর  কাছাকাছি। কলকাতার পাশে দুই ২৪ পরগনায় তাপমাত্রা  দু এক ডিগ্রি বাড়বে।

            এদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে গরমে মানুষ হাঁসফাঁস করছে। মানুষ মুখে কাপড় দিয়া রাস্তায় বেরিয়েছেন।  কাটফাটা রোদে এদিন পাখ- পাখালিও অনুভব করা গেছে।

Back To Top