কলকাতায় আজ থেকে শুরু বাংলাদেশ চলচিত্র উৎসব

দিনকাল ডেস্ক: শুক্রবার  থেকে  নন্দন- 2 -এ শুরু  হল বাংলাদেশ  চলচ্চিত্র  উৎসব । চলবে 18  ফেব্রুয়ারি  পর্যন্ত । এদিনের  উৎসবের সূচনা করেন বাংলাদেশের  সংস্কৃতি  মন্ত্রী  ডঃ হাসান  মাহমুদ । এছাড়া  অন্যতম  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পশ্চিমবঙ্গের  পর্যটন  মন্ত্রী  গৌতম  দেব। উৎসবের  আয়োজক  বাংলাদেশ  সরকার  ও কলকাতাস্হ বাংলাদেশ  উপহাইকমিশন । এদিনের  সূচনা অনুষ্ঠানে  বাংলাদেশ  উপহাইকমিশনার  তৌফিক  হাসান  সহ বিভিন্ন  বিভাগের  অফিসার  ও কূটনীতিকরা হাজির  ছিলেন । চলচ্চিত্র উৎসবে 23টি বাংলা ছবি প্রদর্শন  করা হবে। মূলত দুই  বাংলার  সাংস্কৃতিক  আদান-প্রদানকে শক্তিশালী  করতে এই পদক্ষেপ  বলে প্রেস সচিব মুফাখ্খারুল ইকবাল  জানান। এইও চলচিত্র উৎসবে বেশ কিছু বাংলা ছায়াছবি চলবে।

Back To Top