করোনা সংক্রমণ ঠেকাতে ফিলিস্তিনকে ৫ মিলিয়ন ডলার অনুদান দিয়ে সাহায্য তুরস্কের

সাইফুল্লা লস্কর : করোনা সংক্রামিত রোগীর সংখ্যাটা তুরস্কে নেহাত কম নয় তবুও তারা নিজেদের দেশে করোনায় মৃত্যুহার কম রাখতে সক্ষম হয়েছে এবং সারা বিশ্বে করোনার প্রভাব মোকাবিলায় বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী পাঠিয়ে এবং আর্থিক সাহায্য করার ক্ষেত্রে তুরস্ক প্রথম সারিতে আছে। ইসরাইলের দখলদারি নীতির কারণে নিত্যদিন নিজেদের দুঃস্বপ্নের বাস্তবায়ন হতে দেখা মজলুম ফিলিস্তিন বাসীদের দিকে এবার নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিল তুরস্ক।

তুরস্কের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইয়াভূজ সেলিমের উদ্বৃতি দিয়ে তুরস্কের আরবী গণমাধ্যম অকালাতু আনবায়ী তুরকিয়া জানিয়েছে তুরস্ক ফিলিস্তিনে ৫ মিলিয়ন ডলার সাহায্য পাঠিয়েছে। সেখানে ১৫ টন চিকিৎসা সামগ্রীও পাঠিয়েছে বলে জানা গিয়েছে। মুসলিম বিশ্বের অবহেলিত এই ছোট্ট দেশটিতে তুরস্ক একটি করোনা হসপিটালও খুলেছে আক্রান্তদের দ্রুততর চিকিৎসা সুনিশ্চিত করার জন্য। ইয়াভুজ সেলিম জানিয়েছেন ফিলিস্তিনিদের জন্য তুরস্কের সাহায্য অব্যাহত থাকবে সব সময়।

Back To Top