কবিতাঃ সুভাষের মুখ চেয়ে দেখো

~গোলাম মহাম্মদ

দিগন্ত ব্যাপি পথে ,
তিন জনে একসাথে
যাচ্ছিলো পথ ধরে,
‘শক্তিমান’,’সুপারম্যান’ আর ‘ক্রিশ’ !
তিন জনেই বলশালি
তিনজনেই উচ্চশিষ!
থমকে দাঁড়ায় পথে
দেখতে পায় মস্ত একজোড়া পা !
এ কার পা ?
স্তম্ভিত হয়ে তারা তোলে মাথা !
দেখে এক তেজস্বি পুরুষ
জাতিয় পতাকা হাতে!
অজস্র শোণিত স্রোত
বিলিন হয় তাঁর সাথে!
স্যালুট জানায় তারা তিনজনই,
সেই পুরুষের জ্যোতির তেজে
তারা অদৃশ্য হয় নিমেষেই!
দাঁড়িয়ে আছে সেই মহাপুরুষ
বিজয় ধ্বজাখানি হাতে,
কারন কাল্পনা তো
ঘোর ভাঙলেই শুন্যতা রাখে ,
সুভাষের মুখ চেয়ে দেখো
নেতজি তো নেতাজি’ই থাকে ৷৷

Back To Top