কবিতাঃ রাধা পদ্ম

রাধা পদ্ম

~রানু সরকার

কেন বলো ভালবাসতে ?
জানো ভালবাসার মানে?

অগ্নির মত সর্বদাই জ্বলে হৃদয়,
গভীর ক্ষত কোন চিকিৎসাশাস্ত্র আছে সারাবে ক্ষত।

অগ্নির তাপে দগ্ধ বুক,
তাও হাসি ঝরে পড়ে মুখে।

দিবারাত্রি কেঁদে কেঁদে আঁখি দুটি ছলোছলো,
রূপের ডালি ঝলসে ধুলোয় গেছে মিশে।

ভয় হয় প্রদীপ জ্বলবে না ভেবে,
নিবু নিবু প্রদীপে কেউ এসে যদি তেল ঢালে তবে জ্বলবে।
পাছে ভয় হয় জ্বালতে এসে নিভে গেলে,

প্রতি রজনী নিরাহারে থাকা।
কেন গজরিয়ে ওঠ বিষধর প্রানীর মত,

ক্ষত সারাবার মত পাওয়া গেল না কোন বৈদ্য।
হয়েগেলাম রোগগ্রস্ত মৃত্যু যেন হাত ছানি দিচ্ছে,

রোগগ্রস্ত হৃদয়টা মাঝে মাঝে বেদনা দেয়।
রাধা পদ্মের পাপড়ি গুলো অনাদরে গেল ঝরে,

চেয়েছিলাম মুক্ত হয়ে সংযোগ হবো পারছি কই?
পায়ে তো পরা শিকল,
ছিলেম অন্ধকারে কেউ দিলে না প্রদীপ জ্বেলে।

পুড়ে গেল মণি- মানিক মনে সাধ ছিল পূর্বকালে,
কি করে বলো ,
ভালবাসাতে ভয় জেগেছিল মনে।

Back To Top