কবিতাঃ “করোনা”! ভয় কোরোনা

গো লা ম ম হা ম্ম দ

যে রাজার বন্দিশালে বন্দি প্রজা!
সময়ের করুন দশায় বন্দি রাজা!
নই সে সোজা,বইছে বোঝা ৷৷

কোথা তোর ছলচাতুড়ি
হলি আজ ঘর আঁতুড়ি,
যুদ্ধ বিমান রুদ্ধ তব !

থেমে আজ বিশ্ব-বিমান
সিপাহির বারুদ কামান,
কাঁদছে আজি বাদশা কাজি!

“করোনা” ভয় কোরোনা
ভুলে যাও নিজ-আপনা,
একলা চলো,একলা পথে !

আসবেই নবীন প্রভাত
ভেদাভেদ লোপে একজাত….
বিশ্বায়নের বিশ্বদ্বারে ৷৷

Back To Top