কবিতাঃ করোনার রাজত্ব

গো লা ম কি ব রি য়া

An illustration, created at the Centers for Disease Control and Prevention (CDC), depicts the 2019 Novel Coronavirus

পৃথিবী এখন শাসন করে অদেখা এক জীবে।
মানুষের শক্তি বিকল এখন বন্ধ সবাই ঘরে।
আকাশ বাতাস মহাকাশ জুড়ে মানুষ খুঁজে প্রান।
অদেখা এক জীবের কাছে পায় নাকো সে ত্রাণ।
মানুষ এখন রোবট বানায় বুদ্ধি তাহার কত।
মহাবিশ্বের স্রষ্টার কাছে হয় না মাথা নত।
পৃথিবীর বলে স্রষ্টা নেইকো আপনা থেকেই তৈরী।
অনুর সমান জীবের কাছে নেইকো জারিজুরি।
এটুকুতেই বন্দি ঘরে দরজা জানালা এঁটে।
দম্ভ তোমার মুহুর্তে শেষ একটি গেলে পেটে।
এ’ই মানুষের শক্তি সাহস এ’ই তো তোমার বল্।
ভয়ে ঘরে জড়সড় খাচ্ছ শুধু জল।
রাজপথ আজ শুন্য দেখো গলিতে নাই কেউ।
যানবাহনের শব্দ শূন্য শুধু কুকুরের ঘেউ ঘেউ।
দোকানে বাজারে লোক নাইকো বন্ধ সবই আজ।
কোথায় তুমি রাজ বাহাদুর ? করোনা চালায় রাজ।
দেশের যত শাসক কূল বন্ধ সবাই ঘরে।
সবাই এখন ভাবছে বসে বাঁচব কেমন করে ।
রাজপথে আজ চলেনা মোটর যায় না আওয়াজ শোনা
মলিন আকাশ উজ্জ্বল হয়েছে তাঁরাদের আনাগোনা।
সিনেমা থিয়েটার নাইটক্লাব বন্ধ এখন সবই।
পতিতালয় আর যৌনাচারের দুয়ারে তালাচাবি।
অর্ধ উলঙ্গ নারীগুলো আজ সবাই হিজাব পরে।
ইসলামী আইন মানেনা তারা করোনা আইন মানে।
হিজাব এখন মুসলিমের নয় সবার জন্য ফরজ।
না মানিলে দন্ড হবে সরকারের আরজ।
ইসলামী শাসন না মানিলেও খোদার শাসন মানে।
খোদায় ঈমান না আনিলেও খোদার করোনায় ঈমান আনে।
প্রত্যক্ষ বা পরোক্ষ হোক বিশ্বে খোদার বিধান জারি।
চাইলে তিনি সবই পারেন নেইকো তাহার জুড়ি।
যা’ই বলো ভাই তাই বলো আজ করোনা চালায় রাজ।
বিশ্বের সকল শক্তি হার মেনে যায় করোনার কাছে আজ।

Back To Top