কবিতাঃ আজ যামিনী তোমার আমার

~ রানু সরকার

আজ যামিনীতে তোমার কাছে প্রিয়তমা,
তোমার হাসি স্পর্শ ভালবাসা ছড়িয়ে দেবে যামিনীতে।
তোমার ওই সুন্দর গোলাপি ঠোঁটের হাসি হৃদয়ে ভরে রাখবো গভীর যামিনীতে,
তোমার মেহেন্দি সজ্জিত হস্তখানি দিয়ে জড়িয়ে রেখো আমার বাহু।
আজকের যামিনী স্বপ্নের লতা, কবিতা হয়ে ডাইরির পাতায় থাকবে,
জড়িয়ে রাখবো তোমার উজ্জ্বল উথলিত কায়া, দুজনের নিঃশ্বাস হবে একাকার।
আজ ভালবাসা দিয়ে সাজাবো তোমার হৃদয় লতা,
প্রভাতে যা হয় হবে, যামিনীতে তো ভরেনি হৃদয় খানি।
তোমার উজ্জ্বল উথলিত কায়া খানি বলো? কি করে আমি থাকি,
আজ যামিনীতে একবার বলো, প্রিয়তম তোমায় ভালবাসি।
তুমি রত্নভূষিতা গোলাপের সুগন্ধ কি করে ছাড়ি,
যামিনী শেষ হয়ে যাক তাড়াতাড়ি।
তোমার সুগন্ধ সুরা পান করার মত আমি হয়েছি মাতাল,
পান করে আমার যামিনী হলো না শেষ, হলো না নিদ্রা ভঙ্গ।

Back To Top