কঠিন প্রশ্ন করায় ছাত্রকে গ্রেফতারের নির্দেশ দিয়ে বিপাকে মহারাষ্ট্রের বিজেপি সরকারের মন্ত্রী

মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে একটি স্কুলে প্রশ্নোত্তর সেসনে একটি ছাত্র কঠিন প্রশ্ন করলে, মন্ত্রী পুলিশকে সেই ছাত্রকে গ্রেফতার করতে বলেন। এবং সেই সাথে সেই ভিডিও ডিলিট করার নির্দেশ দেন তিনি।

অমরাবতী থেকে আসা সেই কলেজ ছাত্র প্রশ্ন করেছিল ‘সরকার কি গরিব ছাত্রদের উচ্চশিক্ষা বিনামূল্যে করবে? কারণ দিন দিন শিক্ষার খরচ লাগামছাড়া হয়ে যাচ্ছে। জবানে মন্ত্রী উত্তর দেয়, যদি তারা পড়তে না পারে তবে কাজ করতে শুরু করা উচিত’।

এরপরেই তাওড়ে, যারা এই প্রশ্নোত্তর পর্ব মোবাইলে রেকর্ড করছিল তাদেরকে ডিলিট করতে বলেন এবং পুলিশ কে নির্দেশ দেন তাদের কে নিয়ে যেতে।

এনিয়ে বিতর্ক দানা বাধে মহারাস্ত্রে। যুবা সেনা প্রধান আদিত্য ঠাকরে এি ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ছাত্রকে এই ঘটনার প্রতিবাদ করতে বলেন।

শিক্ষা মন্ত্রী পরে এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি শুধু বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম যারা হলের ভেতরে রেকর্ড করছিল এবং অসুবিধার সৃষ্টি করছিল।

Back To Top