আবার নিম্নচাপ বঙ্গোপসাগরে, এবার আসতে পারে ঘূর্ণিঝড় গতি

সাইফুল্লা লস্কর : আবারও নিম্নচাপের সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে । কিছুদিন আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সৃষ্টি হয়েছিল বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান। এখন ও তার ধ্বংস লীলা ও দুর্যোগের
ছাপ লেগে রয়েছে রাজ্যের বহু জায়গায়। আমফানের পর দেখা মেলে আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় নিসর্গের। শক্তি ক্ষয়ের ফলে খুব বেশি ভয়াবহ রূপ নিতে পারেনি নিসর্গ। এবার আসতে পারে আর এক ঘূর্ণিঝড় “গতি”।।

আগামী সপ্তাহে আবার ও নিম্নচাপের সম্ভবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। শক্তি বৃদ্ধি করে এটির ঘূর্ণিঝড়ের আকার ধারণ করার সম্ভাবনা কম, এমনটাই জানিয়েছেন মৌসম ভবন। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম
হবে “গতি”।

মৌসম ভবনের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন যে এটি ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও বাংলায় বর্ষার আগমনে সুবিধা করে দিতে পারে। ভারতের বিভিন্ন অংশে ইতিমধ্যেই বর্ষাকালের ছিটে লেগে গিয়েছে, যেমন কেরলে বর্ষা ঢুকেছে ১ লা জুন। এবার তা আসতে চলেছে অন্যান্য রাজ্য।

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গনেশ কুমার দাস বলেন, “নিম্নচাপ টি কেমন আকার নিচ্ছে তা জানা যাবে সোমবার আপাতত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে “।।

Back To Top