অল ইন্ডিয়া ইমাম কাউন্সিলের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি গঠন

দিনকাল ডেস্কঃ ভারতের অন্যতম ইমামদের সামাজিক সংগঠন হল ‘অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল’। এই সংগঠন বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে নিজেদের পরিচয় তুলে ধরেছে সমস্ত ভারতবর্ষে। পশ্চিমবঙ্গেও ব্যতিক্রম নয়, এই রাজ্যেও ইমামদেরকে নিয়ে গড়ে উঠেছে। শিক্ষা, স্বাস্থ্য, ছাত্র-ছাত্রীদের বৃত্তিপ্রদান, ধর্মীয় সামাজিক সম্প্রীতি নিয়ে বিরাট ভূমিকা পালন করে চলেছে এই সংগঠন। এই সংগঠনের নিয়মানুযায়ী প্রতি দুই বছর পর দায়িত্বশীল গঠনের জন্য নির্বাচন হয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম নয়। আজ সেই নির্বাচন ছিল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে। এই জেলার বিভিন্ন ব্লক থেকে  আগত নেতাকর্মীদের নিয়ে জেলা কমিটি গঠন হল। । ১৫ জন সদস্য নিয়ে এক জেলা কমিটি গঠিত হয়। জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন মৌলানা আবদুল্লাহ, সহ-সভাপতি মৌলানা মাজেদার রহমান, সাধারণ সম্পাদক মোহম্মদ সাফিউর রহমান, সম্পাদক মৌলানা মুর্শিদ আলি, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুকলেশুর রহমান। এই জেলা কমিটি নির্বাচনে উপস্থিত ছিলেন ইমাম কাউন্সিলের রাজ্য সভাপতি মিনারুল ইসলাম। তিনি বলেন- ইমামরা হল সমাজ ও দেশ গঠনের হাতিয়ার । স্বাধীনতার সময় এই ইমামগণ অত্যন্ত গুরুপ্তপূর্ণ ভূমিকা করেছেন । অনেকেই নিজের জীবন বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য। তাই বর্তমানেও ইমামদের কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে সমাজের মঙ্গলের জন্য।

Back To Top