কলকাতায় সেমিনারে আসছেন উমর খালিদ সহ আরও অনেকে

দিনকাল ডেস্কঃ বিনাকারণে সমাজকর্মীদের দেশদ্রোহিতার তকমা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল শনিবার মানিকতলার রামমোহন লাইব্রেরীতে বন্দীমুক্তি কমিটি একটি সেমিনার করছে। সকাল সাড়ে ৯ টাই এই সেমিনার শুরু হবে। জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদ সহ অনেকেই বক্তা হিসাবে থাকবেন। তবে এই সেমিনারের উমর খালিদ ছাড়াও থাকবেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, সমাজকর্মী অর্জুন প্রসাদ, বন্দী মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস ও সংগঠনের নেতা ভানু সরকার সহ অনেকেই। বিজেপি সরকারের সাম্প্রদায়িকতা, স্বৈরাচার ও অগণতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে এদিন বক্তারা সোচ্চার হবেন বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। এদিনের সেমিনারে প্রচুর সচেতন মানুষ সামিল হবেন বলে মনে করছেন সেমিনারের আয়োজন সংগঠন বন্দী মুক্তি কমিটি।

Back To Top