মঙ্গলবার থেকেই পবিত্র রমজানের সিয়াম পালন

দিনকাল ডেস্কঃ শনিবার রমজানের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে তাই চাঁদ পর্যবেক্ষকরা বলেছেন, আরবের দেশগুলোতে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।ইসলামী বিশ্বের চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ এবং ঐতিহ্যগত চাঁদ দেখা পদ্ধতিতে বিভিন্ন দেশে রমজান শুরুর ঘোষণা আসতে পারে রোববার।সৌদি আরবের সুপ্রিমকোর্ট শনিবার সন্ধ্যায় জানান, ১৪৪০ হিজরির রমজানের চাঁদ সৌদির কোথাও দেখা যায়নি। সুপ্রিমকোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য রোববার সন্ধ্যায় আরেকটি অধিবেশন হয়েছে। উম্মুল আল কুরা ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস ৬ মে সোমবার থেকে শুরু। ভারত ও পার্শ্ববর্তী দেশ গুলতে সোমবার রাতে সেহরী খেয়ে রোজা ধরবে। মঙ্গল বার থেকেই প্বিত্র রমজান মাস শুরু হবে । ঐ দিন থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এক মাস সিয়াম পালন করবেন। শুধু পশ্চিমবঙ্গেই নয় সারা বিশ্বের মুসলমানরা এই সিয়াম পালন করবেন। সোমবার কলকাতা নাখোদা মসজিদের ইমাম মৌলানা সফি কোরেশী জানান, হেলাল কমেটি চাঁদ পর্যবেক্ষণ করেছেন। সোমবার রাত থেকেই তারাবী শুরু হবে। পবিত্র রমজান মাস উপলক্ষে রাজ্যব্যাপী সম্প্রীতির আহ্বান জানান রেড রোডের ঈদের নামাজের ইমাম ও খেলাফত কমিটির চেয়ারম্যান মৌলানা ক্বারী ফজলুর রহমান। তিনি বলেন এই রাজ্যে চিরাচরিত সম্প্রীতির ঐতিহ্য রয়েছে।

পবিত্র রমজান মাসকে সবদিক দিয়েই সম্প্রীতির মাস করে তুলতে হবে। এই মাস অনেক ফজিলতের মাস। মানুষের মধ্যে বিভেদ দূর করে ভ্রাতৃত্ব গড়ে তুলতে হবে।   শনিবার রমজানের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে তাই চাঁদ পর্যবেক্ষকরা বলেছেন, আরবের দেশগুলোতে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।ইসলামী বিশ্বের চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ এবং ঐতিহ্যগত চাঁদ দেখা পদ্ধতিতে বিভিন্ন দেশে রমজান শুরুর ঘোষণা আসতে পারে রোববার।সৌদি আরবের সুপ্রিমকোর্ট শনিবার সন্ধ্যায় জানান, ১৪৪০ হিজরির রমজানের চাঁদ সৌদির কোথাও দেখা যায়নি। সুপ্রিমকোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য রোববার সন্ধ্যায় আরেকটি অধিবেশন হয়েছে। উম্মুল আল কুরা ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস ৬ মে সোমবার থেকে শুরু। ভারত ও পার্শ্ববর্তী দেশ গুলতে সোমবার রাতে সেহরী খেয়ে রোজা ধরবে। মঙ্গল বার থেকেই প্বিত্র রমজান মাস শুরু হবে । ঐ দিন থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এক মাস সিয়াম পালন করবেন। শুধু পশ্চিমবঙ্গেই নয় সারা বিশ্বের মুসলমানরা এই সিয়াম পালন করবেন। সোমবার কলকাতা নাখোদা মসজিদের ইমাম মৌলানা সফি কোরেশী জানান, হেলাল কমেটি চাঁদ পর্যবেক্ষণ করেছেন। সোমবার রাত থেকেই তারাবী শুরু হবে। পবিত্র রমজান মাস উপলক্ষে রাজ্যব্যাপী সম্প্রীতির আহ্বান জানান রেড রোডের ঈদের নামাজের ইমাম ও খেলাফত কমিটির চেয়ারম্যান মৌলানা ক্বারী ফজলুর রহমান। তিনি বলেন এই রাজ্যে চিরাচরিত সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। পবিত্র রমজান মাসকে সবদিক দিয়েই সম্প্রীতির মাস করে তুলতে হবে। এই মাস অনেক ফজিলতের মাস। মানুষের মধ্যে বিভেদ দূর করে ভ্রাতৃত্ব গড়ে তুলতে হবে।  

Back To Top