পাকিস্থানকে তীব্র আক্রমন করলেন রাস্ত্রসঙ্ঘের সাধারণ সভায় বিদেশমন্ত্রী সুষমা স্বারাজ

 

ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্থানকে তীব্র আক্রমণ করে বললেন ‘পাকিস্থান সন্ত্রাসের আঁতুড়ঘর’ এবং একই সঙ্গে পাকিস্থানের তোলা অভিযোগও অস্বীকার করলেন যে অভিযোগ তোলা হয়েছিল পাকিস্থানের পক্ষ থেকে যে, ‘ভারত আলোচনায় বসছেনা’।

 

 

এদিন বিদেশমন্ত্রী বলেন ভারত আলোচনা চায়। কিন্তু পাকিস্থানের আচরণই আলোচনার পরিপন্থী। যেখানে হাফিজ সাইদের মতো মানুষ প্রকাশ্যে ঘোরাফেরা করে তাদের সঙ্গে আলোচনা করা যায় না। নিজের ব্যাকের সমর্থনে তিনি যুক্তি দেখান যে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় নরেন্দ্র মোদী সার্কের মধ্যে থাকা সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। একইভাবে ইমরান খান ক্ষমতায় আসার পর বার্তা দিতে চেয়েছে ভারত। ইমরানের অনুরোধ মেনে আলোচনায় বসতেও রাজি হয় দিল্লি। কিন্তু বৈঠক নিয়ে কথা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ত্রাস করে পাকিস্তান। এই মঞ্চ থেকে আমেরিকা এবং ভারতের মধ্যে তুলনা টানেন।  আমেরিকায় এই শতকের গোড়ায় হানা দিয়েছিল সন্ত্রাস। 2001 সালে সেপ্টেম্বর মাসের 11 তারিখ হামলা হয়। সেই ঘটনার মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেন। তার খোঁজ পেতে গোটা দুনিয়া জুড়ে তল্লাশি চালায় আমেরিকা। কিন্তু তাঁকে  আশ্রয় দিয়েছিল পাকিস্তান।  সে খবর জানতে পারে আমেরিকা। কিন্তু মানতে রাজি হয়নি পাকিস্তান।

এইভাবেই পাকিস্থানকে যোগ্য জবাব দেন বলে অনেকে মনে করছে। কিন্তু কতটা যোগ্য জবাব দিতে পেরেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বারাজ সেটা এখনও প্রশ্নাতীত।

Back To Top