ব্যক্তিগত কম্পিউটারে নজরদারী চালাবে গোয়েন্দা সংস্থা

দিনকাল ডেস্কঃ সরকার এবার নাগরিকদের ব্যক্তিগত কম্পিউটারে নজরদারি চালাতে দেশের ১০টি গোয়েন্দা সংস্থাকে সম্মতি দিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, কম্পিউটারের ওপরে নজরদারি চালাতে পারবে আইবি, নারকোটিক কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স, সিবিআই, এনআইএ, র, ডাইরেক্টরেট অব সিগন্যাল ইন্টেলিজেন্স। এ ছাড়া দিল্লির পুলিশ কমিশনারও যে–কারও কম্পিউটারের ওপরে নজরদারি চালাতে পারবে।কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, দেশের নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হয়েছে। আইনটি তৈরি হয়েছিল ২০০৯ সালে মনমোহন সিংয়ের সময়। প্রতিটি ক্ষেত্রেই নজরদারির অনুমতি দেবেন স্বরাষ্ট্রসচিব।এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ১০টি তদন্ত সংস্থা দেশের যেকোনো কম্পিউটারে হানা দিতে পারবে—এ কথা জানার পর রাজনৈতিক মহলে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকার পুলিশ–নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করতে চাইছেন মোদিজি। এক বিলিয়ন মানুষের দেশকে তিনি নিজের মনোভাব বুঝিয়ে দেবেন। তিনি প্রধানমন্ত্রীকে ভীত শাসক বলেও মন্তব্য করেছেন।

এখন থেকে মানুষের ব্যক্তিগত কম্পিউটার উপর যেকোনো সময় সরকারী অফিসার তথ্য জানতে চাইবে। তাহলে মানুষের নিজস্বতা থাকবে না।

Back To Top