প্রত্যুষ – রফিক আহমেদ

এ কেমন প্রত্যুষ – অন্ধকারের,

কালো হাতের থাবায় ধরা থাকে
হাত -মৃত্যুর, রহস্যের।
তার মতো তারা, সে।

এত হিংসা কেন!
এত প্রতিহিংসাই বা কেন!
লজ্জায় মাথা নত হয়ে আসে সভ্যতার,
মানবতার।

আমার দেশ,
যে দেশের মাটি প্রতিজ্ঞায় দৃঢ় ছিল,
তোমার দেশ,
যে দেশের মাটি তোমার হাতে গড়া,
তা, ক্রমাগত আলগা হয়ে যায়।

কারা যেন প্রতিহিংসার আগুন জ্বালে,
হাত-পিট সেঁকে নেয়,
আমাদের অসংখ্য প্রতিবাদ
হন্তারকের দাঁতে-থাবায়-করতলে আবদ্ধ হয়ে যায়।

এ কেমন প্রত্যুষ,
লজ্জায় মাথা নত হয়ে আসে
সভ্যতা, বিবেক নষ্ট হয়ে যায়!

এ কেমন প্রত্যুষ – প্রহসনের,
হত্যার দৃশ্যের স্তব্ধতায় রুদ্ধ, বেবাক।।

Back To Top