কবিতাঃ নারী তুমি

~ উমর ফারুক~

নারী তুমি মানুষের মাঝে
বিলিন হয়ে যাও,অসহিষ্ণুর ধাঁচে?
সাইজ করে নাও তোমার আত্মীয়ের
কাছে! নেচে-বেঁচে লগন ভেঙে
গন্ডি রেখার দড়ি ডিঙিয়ে
প্রজাতির মত ফুলের জন্যে
হেটে যাও, সুগন্ধ পাওয়া মাত্র..?

তোমার অন্তকরনে হীন বিবেক ঘুমিয়ে
যদিও এ লগ্নের সীমানা মুড়িয়ে
হেটে যাও,শুধু টনক নড়ে না—
বিবেকে,…কোত্থেকে পাবে শালিনতা?
সীতার গন্ডির দোষে রাবনের হস্তান্তরে
পড়েছিল বাঁধা- তান্ত্রিক গন্ডির মন্বন্তরে
হয়েছিল পরবাসী -সীমা রেখার প্রাতন্তরে।

নারী তুমি সীমানার বাইরে কি দেখো?
মহিয়সী রোকেয়ার উত্তরসুরি ভাবো
আপন হীন -মন- প্রান বিবেকের খাটে
আপন মুল্যবান মর্যাদার রত্নটাকে
নির্বাচন করে নাও। সাফল্যের বাকেঁ
পথ দেখা যায়…..নির্মল পুস্পের পথ,
এপথেই আছে চিরোকল্যন।
এপথেই শুরু হোক তোমার শোভাযাত্রা
একটু শালিন -সুচি- নমনীয়’র
শান্তির শিশির ঝড়ে পরুক গা ময়!

Back To Top