পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বৃত্তি প্রদান শুরু রাজ্য জুড়ে

 

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সমাজসেবামূলক সংগঠন। দেশব্যাপী এই সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে থাকে এই সংগঠন ।যার মধ্যে অন্যতম হলো দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে লোন স্কলারশিপ প্রদান। আজ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ তারই অংশ হিসাবে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত এ.এম টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউটে জাতীয় শিক্ষা বৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়  প্রতি বছরের ন্যায় এবছর ও দুস্থ-মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও মানসিক বিকাশের লক্ষে এই বছর ভারতের বিভিন্ন রাজ্যে স্কলারশিপ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে ৩০০ অধিক ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ দেওয়া হবে বলে সংগঠন সূত্রে খবর। এইদিন বীরভূম ও মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনে এ.এম টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউটে ৯৪ জন ছাত্র-ছাত্রী কে স্কলারশিপ প্রদান করা হয়।


এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক ড. মিনারুল শেখ,জঙ্গিপুর মহকুমা সভাপতি মোঃ হাবিবুর রহমান, রাজ্য কমিউনিটি ডেভলপমেন্ট ইনচার্জ আসাদুজ্জামান আনসারী রাজ্য সম্পাদক এজারুল শেখ এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এইদিনের অনুষ্টানে ডক্টর মিনারুল সাহেব তার বক্তব্যে ছাত্রছাত্রীদের সমাজের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্যের দিকটি তুলে ধরেন ।সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শহিদুল আনসারী।

Back To Top