অদম্য প্যালেস্টাইনি মুসলমানদের বুঝতে কুরআন তুলে নিচ্ছেন তরুণ আমেরিকানরা

অদম্য প্যালেস্টাইনি মুসলমানদের বুঝতে কুরআন তুলে নিচ্ছেন তরুণ আমেরিকানরা

ফিলিস্তিন ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে নিপীড়িত পালেস্টাইনিদের লড়াই সম্পর্কে আরো বেশি জানতে কুরআনের দিকে ঝুঁকছেন আমেরিকান তরুণেরা।

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, গতবছর কুরআন পড়েছেন ১৮ থেকে ২৯ বছর বয়সী এমন আমেরিকানের সংখ্যা ২৩ শতাংশ। যেটি ৩০ বছর বয়সীদের ক্ষেত্রে সেটি ১৫ শতাংশ।

সমীক্ষায় আরো দেখা গেছে, ২০১৯ সালে যেখানে ১৯ শতাংশ আমেরিকান তরুণ ইসলামের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করত সেই সংখ্যাটি বেড়ে এখন ২৮ শতাংশে উত্তীর্ণ হয়েছে।

কয়েক দশক ধরে ইসরাইলের দখলদারিত্ব ও উন্মুক্ত কারাগারে বসবাস করে ইসরাইলি বাহিনী দ্বারা বারবার হামলার শিকার হওয়ার স্বত্ত্বেও প্যালেস্টিাইনিরা যেভাবে প্রতিরোধ গড়ে তোলে সেটিই আমেরিকান তরুণদেরকে প্যালেস্টাইনের ব্যাপারে জানতে আগ্রহী করে তুলেছে।

শিকোগোর ২১ বছর বয়সী কলেজ ছাত্রী সারাহ জোনস বলেন, বোমা ও ধ্বংসস্তুপেরর মধ্যেও প্যালেস্টাইনিদের কুরআন তেলাওয়াত ও প্রার্থনার ভিডিও দেখেই আমি তাদের সম্পর্কে জানতে আগ্রহী হয়েছি।এত ভয়াবহতা ও অবিচারের মুুখেও তাদের এত শক্তি ও আশা কিসে জোগায় আমার জানতে ইচ্ছে হয়েছে।

তিনি বলেন, আমার ফোনে একটি কুরআনের এপ ডাউনলোড করেছি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি কুরআর পড়ি। কুরআন পড়তে গিয়ে এর সৌন্দর্য ও জ্ঞানের গভীরতায় আমি বিস্মতি হয়েছি। এই কুরআনেই সৃষ্টিকর্তা, মানবতা, প্রকৃতি, নৈতিকতা, ইতিহাসসহ অনেক ভবিষ্যদ্বাণী লিপিবদ্ধ করা হয়েছে।

কুরআনের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। এটি পড়তে গিয়ে আমি সৃষ্টিকর্তার আরো নিকটবর্তী হয়েছে। কুরআনের মাধ্যমেই আমি বুঝতে পেরেছি নিপীড়িত মানুষের পক্ষে দাড়ানো কতটা গুরুত্বপূর্ণ।

কুরআন সম্পর্কে জানতে আগ্রহী অন্যান্য আমেরিকানদের সাথে একটি কুরআন পড়ার গ্রুপে জয়েন করেছি। আমরা সেখানে কুরআনের বিভিন্ন আয়াতের অর্থ ও সেগুলোর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করি। ফিলিস্তিন সংকটসহ বর্তমান বিশ্বের নানাবিধ সমস্যার প্রেক্ষিতে কিভাবে কুরআন সম্পর্কিত সেটি জানার চেষ্টা করি।

আমরা একে অপরের কাছ থেকে কুরআন শিখি। একই সাথে প্যালেস্টাইনিদের কাছেও আমরা শিখি এরকম প্রতিকূলতার মধ্যেও কিভাবে বিশ্বাস রেখে, ধৈর্য্যশীল হয়ে সাহস সঞ্চার করতে হয়। তারা কুরআরনের জীবন্ত ‍মূর্ত প্রতীক।

জোনস একা নন তার মত আরো অনেক আমেরিকান তরুণই কুরআন পাঠের অভিজ্ঞতা ও ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি ও সমর্থন প্রকাশ করতে টিকটক, ইন্সট্রগ্রাম ও টুইটারের মত সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন।

ইসরাইলের অবরোধ ও ভয়াবহ বোমাবর্ষণে সব কিছু হারানো ফিলিস্তিনিদের জন্যে মানবিক সহায়তা ও তাদের পক্ষে জনমত গড়ে তুলতে অনলাইনে তহবিল সংগ্রহ করছেন অসংখ্যা আমেরিকান তরুণ।

QuranForPalestine এমনই একটি ক্যাম্পেইন যেখানে তহবিল সংগ্রহকারীরা দাতাদের প্যালেস্টােইনের স্বার্থে কুুরআনের একটি আয়াত পড়ে দান করতে বলেন। এর মধ্যেই এই ক্যাম্পেইনটি আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাল হয়েছে।

ক্যাম্পেইনটি শুরু করেছেন নিউইয়র্কে বসবাসকারী ওমর আলী (১৯) নামের এক আমেরিকান তরুণ।

তিনি বলেন, মুমিনদের জন্যে কুরআন নিরাময় হিসেবে কাজ করে। এটি বিশ্বের মানুষের পথনির্দেশক ও রহমত। কুরআনের আয়াত পাঠ ও দানের মাধ্যমে আমরা শুধু নির্যাতিত প্যালেস্টাইনিদের পাশেই দাড়াচ্ছিনা তাদের শারীরিক ও মানসিক সুস্থতায় অবদান রাখছি।

তার আশা, এই ক্যাম্পেইনের মাধ্যমে আরো বেশি মানুষ কুরআনকে বুঝতে পারবে। ফিলিস্তিনিদের সংগ্রাম সম্পর্কে জানতে পাবে। ফিলিস্তিনিদের নিজেদের জমির উপর অধিকার ও প্রতিরোধ আন্দোলনে অণুপ্রাণিত করবে।

তিনি বলেন, কুরআন সত্যের পক্ষে দাড়ানোর কথা বরে। অত্যাচার ও অত্যাচারীর বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাড়ায়। প্যালেস্টাইনের মানুষেরা মানবিকতার জায়গা থেকে ও বিশ্বাসে আমাদের ভাই বোন। নিপীড়িত হিসেবে তারা আমাদের প্রত্যেকের সম্মান, সমর্থন ও সংহতির দাবিদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top