আন্দামান ও নিকোবর নাম বদলে রাখা হোক শহীদ ও স্বরাজ দ্বীপঃ দাবী নেতাজীর পরিবারের

দিনকাল ডেস্কঃ যখন থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এলাহাবাদের নাম পরিবর্তন করেছে তখন থেকেও অন্যান্য জায়াগার ক্ষেত্রেও নাম পরিবর্তনের দাবী এসেছে। সেই দাবীতে আছে বিজেপি মুসলিম নেতাদের নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখার সহ অনেক দাবী।

তবে এবার দাবী এসেছে নেতাজী সুভাষচন্দ্র বসুর পরিবার থেকে। নেতাজীর পরিবার দাবী করেছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে শহীদ ও স্বরাজ দ্বীপ রাখা হোক।

নেতাজীর আত্মীয় ও বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সহ সভাপতি চন্দ্রকুমার বোস তার লেখা চিঠিতে প্রধামন্ত্রীকে বলেছেন, যে “ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজী ৩০ ডিসেম্বর ১৯৪৩ সালে পোর্টব্লেয়ারে পতাকা উত্তোলন করেন আজাদ হিন্দ সরকার গঠনের মধ্য দিয়ে এবং তার পরে নেতাজী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে শহীদ ও স্বরাজ দ্বীপ রাখেন।

এই দাবী এমন সময় এসেছে যখন প্রধানমন্ত্রী নেতাজীর পতাকা উত্তোলনের ৭৫ বর্ষপূর্তিতে পোর্টব্লেয়ারে নেতাজীর সেই পতাকা উত্তোলনকে সম্মান জানাতে যাবেন।

 

Back To Top