সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগই

                                         পরবর্তী প্রধান বিচারপতি রঞ্জন গগই

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে রঞ্জন গগই কে নিয়োগ দেওয়ার নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন।

উল্লেখ্য যে ৫ জন বিচারপতি সুপ্রিমকোর্টের বর্তমান প্রধান বিচারক দীপক মিশ্রার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তার মধ্যে রঞ্জন গগই একজন।

৬৩ বছর বয়সী এই বিচারপতি নর্থইস্ট থেকে আগত। তিনি ১৯৭৮ সালে উকিল হিসেবে গুয়াহাটি হাইকোর্টে কেরিয়ার শুরু করেন।

তিনি ২০০১ সালে প্রথম বিচারপতি হন। এর পর পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে প্রধান বিচারপতির দায়িত্ব সামলানোর পর ১২ ফেব্রুয়ারি ২০১১ সালে সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

প্রধান বিচারপতি দীপক মিশ্র

গতকাল ১২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আগামী ৩ অক্টোবর ২০১৮ তারিখে প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহন করবেন।

তিনি বিচারপতি হিসেবে আরুসি তলোয়ার হত্যা মামলা, আধার মামলা, রিলায়েন্স কেস সহ নানান হাইপ্রোফাইল মামলা সামলেছেন।

উল্লেখ্য, গত জানুয়ারী তে বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্রার বিরুদ্ধে মুখ খুললেও গত একমাস আগে দীপক মিশ্রাই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে রঞ্জন গগই এর নাম প্রস্তাব করেছেন।

Back To Top