রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের আহ্বান ইন্ডিয়ান ন্যাশনাল লিগের

নয়াদিল্লি, 02 জানুয়ারী, 2024: ইন্ডিয়ান ন্যাশনাল লিগ (আইএনএল) অল ইন্ডিয়া কমিটি দাবি করেছে যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা উচিত।

আইএনএল-এর দাবি, ভারতীয় সংবিধান এবং সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে বলেছে যে রাষ্ট্র কোন ধর্মীয় অনুষঙ্গ স্বীকার করবে না। এই উদ্বোধনী অনুষ্ঠানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিণত করা হচ্ছে। এটি ভারতীয় সংবিধানের বিরুদ্ধে একটি অহংকারী চ্যালেঞ্জ।

আইএনএল ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নৃশংস ও বর্বর বোমাবর্ষণ ও গণহত্যার তীব্র নিন্দা করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি, সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

আইএনএল-এর সর্বভারতীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সুলেমান। সভায় প্রফেসর বাসির আহমেদ খান (দিল্লি) IGNOU-এর প্রাক্তন প্রো ভাইস চ্যান্সেলর, INL সর্বভারতীয় কমিটির কার্যকরী সভাপতি নির্বাচিত হন, জনাব জমিরুল হাসান (পশ্চিমবঙ্গ) জাতীয় কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হন। থাসনিম ইব্রাহিম (প্রয়াত ইব্রাহিম সুলাইমান সাইতের কন্যা, INL-এর প্রতিষ্ঠাতা) জাতীয় মহিলা লীগের (NWL) জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন জনাব আহমদ দেভার কোভিল, অ্যাড. ইকবাল জাফর, সৈয়দ আফসার আলী, ডা. মুনির শরীফ, মকবুল হাসান, মোজাম্মিল হোসেন, রাফি আহমেদ, জামিল হাসান, নাগা হোসেন, ডা. মুহি উদ্দীন, অ্যাড. আলতাফ আহমেদ, কাসিম ইরিক্কুর, এম.এ. লতিফ, সিপি আনোয়ার সাদাত, কে এস ফখরুদ্দিন, আসগর রফিউদ্দিন, জহিরুদ্দিন আহমদ, সাঈদ শাদান প্রমুখ।

আইএনএল-এর দাবি, ভারতীয় সংবিধানের ১৪ নং ধারা অনুসারে, রাষ্ট্রের পক্ষ থেকে কোন ধর্মীয় সম্প্রদায়কে বিশেষ সুবিধা দেওয়া যায় না। রাম মন্দির নির্মাণ একটি ধর্মীয় কাজ। এই কাজে রাষ্ট্রের কোন অংশগ্রহণ নেই। কিন্তু, রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিণত করা হচ্ছে। এতে ভারতীয় সংবিধানের নীতি লঙ্ঘিত হচ্ছে।

আইএনএল-এর দাবি, রাম মন্দির নির্মাণের জন্য যে অর্থ ব্যয় করা হয়েছে, তা সাধারণ মানুষের টাকা। এই টাকা দিয়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। এটি সাধারণ মানুষের অর্থের অপব্যবহার।

আইএনএল-এর দাবি, রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এতে মনে হবে যে, এই অনুষ্ঠান রাষ্ট্রীয় অনুষ্ঠান। এটি ভারতীয় সংবিধানের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ।

আইএনএল-এর দাবি, সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে এই অনুষ্ঠান বয়কট করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top