দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জিতলেও নজির গড়লেন মহম্মদ শামী, পেলেন ৬ টি উইকেট

পারথ্‌-এর এই টেস্ট ম্যাচ নিয়ে অনেক জল্পনা হয়েছিল ক্রিকেট মহলে। অনেকে বলেছিল প্রথম ম্যাচ জেতার সুবিধার্থে ভারত এগিয়ে রয়েছে। ভারত এই ম্যাচের জন্য ব্যবহার করেছিল ৫ ফাস্ট বোলার। এই পরিকল্পনা এই ম্যাচে অনেক কাজে দিয়েছে। কিন্তু ভারতীয় ব্যাটিং শেষ পর্যন্ত ভারতীয় দলকে রক্ষা করতে পারেনি।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১০৮ ওভার খেলে ৩২৬ রান করে। জবাবে ভারত ব্যাট করতে নেমে ১০৫ ওভার খেলে ২৮৩ রান করে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৯৩ ওভার খেলে ২৪৩ রান করে। ভারতের সামনে টার্গেট দাড়ায় ২৮৬ রান। সেই রান তাড়া করতে গিয়ে ভারতের স্কোর আরম্ভ হয় উইকেটের পতন দিয়ে প্রথম ওভারের চতুর্থ নম্বর বলে (০-১)। সাজ ঘরে ফিরে যান লোকেশ রাহুল। এর পর এই ঘরে ফেরার রাস্তা কেও বন্ধ করতে পারেনি। ভারতের ৯৮ রানেই ৫ জন সজঘরে ফিরে যান। এবং ১৪০ রানেই ভারতের খেলা শেষ করে দেয় আজি ক্রিকেটাররা। ১৪৬ রানে তাদের জিত হাসিল করে।

ভারতের এই অবস্থার মধ্য দিয়েও ভারতীয় সমর্থকদের নজর কাড়ে মহাম্মদ শামী। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪ ওভার বল করে ৫৬ রান দিয়ে ৬ জনকে সাজ ঘরে ফিরিয়ে দেন। তারা হলেন অ্যারন ফিঞ্চ, ওসমান খওয়াজা, শন মার্স, ট্রাভিস হেড এবং অধিনায়ক টিম পাইন। তবে প্রথম ইনিংসে সেই রকম কোন ফল করতে পারেনি। একটিও উইকেট গ্রহণ করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে শামী তার জাত চিনিয়ে দিলেন। এই ইনিংসে ভুমরাহ নেই ৩ টি উইকেট এবং ইশান্ত শর্মা গ্রহণ করে ১ টি ইউকেট। প্রথম ইনিংসে ইশান্ত শর্মা ৪ টি উইকেট গ্রহণ করে। ভুমরাহ, উমেশ যাদব এবং হনুমা ভিহারি গ্রহণ করে ২ টি করে উইকেট। 

ভারতের এই অস্ট্রেলিয়া যাত্রায় বাকি রয়েছে এখনও ২ টি টেস্ট ম্যাচ। রয়েছে তিনটি একদিবসিয় ম্যাচ। পরের টেস্ট ম্যাচ রয়েছে ২৬ ডিসেম্বর বুধবার। 

Back To Top