আজ থেকে শুরু হচ্ছে দিল্লী সরকারের হোম ডেলিভারি অভিযান

দিল্লীর আম আদমি পার্টি সরকারের এই উদ্যোগ অনুযায়ী ১০০ টির ও বেশি সার্ভিস দিল্লীবাসীরা ঘরে বসেই পেয়ে যাবেন মাত্র ৫০ টাকার বিনিময়ে। গত শুক্রবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন যে আগামী ১০ সেপ্টেম্বর থেকে দিল্লীবাসীদের কে সরকারী কাজের জন্য ঘর থেকে বের হতে হবে না। তিনি আরো জানান শুধু ভারতেই নয় সারা বিশ্বেই এই প্রথম দিল্লী সরকার এই প্রকল্প শুরু করছে।

এই প্রকল্পে আছে ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, বিভিন্ন শংসাপত্র, জাতি শংসাপত্র, বিবাহের শংসাপত্র, জলের নতুন কানেকশন সহ প্রায় ১০০ টি কাজ।

এই প্রকল্প শুরু করতে অনেক কাটখড় পোড়াতে হয়েছে আম আদমি সরকার কে, কারণ দিল্লীর গভর্নর অনিল বাজ্জাল এই কাজ শুরু করতে অনেক বাধা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, দিল্লী একটি কেন্দ্রশাসিত রাজ্য হওয়ায় সেখানে রাজ্য সরকারের কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, তাই অনেক ক্ষেত্রেই গভর্নরের উপর নির্ভর করে থাকতে হয়। কেন্দ্রে বিজেপি সরকার হওয়ায় তারা সব সময়েই আম আদমি সরকারের অনেক কাজেই বাধা দেওয়ার চেষ্টা করেছে।

বাড়িতে বসে কাজ করানোর জন্য হেল্পলাইন ১০৭৬ ফোন করে কাজের জন্য অনুরোধ করতে হবে এরপর হেল্পলাইন থেকে জানিয়ে দেওয়া হবে কি কি কাগজ লাগবে। এর আবেদন অনুযায়ী সরকারের লোক বাড়ি বাড়ি যাবে ও সমস্ত কাজ করে দেবে।

দিল্লীর উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানান যারা বাড়ি বাড়ি যাবে তাদের কে মোবাইল, ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ সমস্ত প্রয়োজনীত জিনিসপত্র সরবরাহ করা হবে।

এই উদ্যোগ নিঃসন্দেহে সাধারণ মানুষের জীবন যাপনে অনেক পরিবর্তন নিয়ে আসবে। যেখানে সরকারী কাজের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় সেখানে সরকারী লোক বাড়িতে এসে সমস্ত কাজ করে দিয়ে যাবে নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক কাজ।

আপনিও কি চান আমাদের সরকারও এরকম কাজ শুরু করুক! তাহলে শেয়ার করুন এই খবর এবং সচেতন করুন সবাই কে।

 

Back To Top