বাবরি মসজিদ পুণঃনির্মানের দাবিতে জঙ্গিপুরে এসডিপিআই এর মহাসমাবেশ

SDPI রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম বক্তব্য রাখছেন।

আব্দুল আজিজ, মুর্শিদাবাদঃ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ছিল ভারতবাসীর কাছে একটি কলঙ্কময় দিন। ওই দিন ভারতবর্ষের প্রাচীন ঐতিহাসিক বাবরি মসজিদকে উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তির দ্বারা বাবরি মসজিদ শহীদ করা হয়। বাবরি মসজিদের পুণর্নির্মানের প্রতিশ্রুতি তৎকালীন সরকার দিলেও আজও তা হয়নি। লিবারহান কমিশন দীর্ঘ তদন্তের পর ধ্বংসের মদতদাতা অভিযুক্তদের তালিকা প্রকাশ করলেও আজ পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়নি। উল্টে অভিযুক্ত অপরাধীরাই রাম মন্দির নির্মাণে উঠে পরে লেগেছে। তারা বাবরি মসজিদের ইতিহাসকে মুছে ফেলতে চাইছে । ঐতিহাসিক বাবরি মসজিদের ন্যায় বিচার ও বাবরি মসজিদ ধংসের অভিযুক্ত দোষীদের শাস্তির দাবিতে সারা ভারতবর্ষ জুড়ে দুই মাস ব্যাপী চলছে এসডিপিআই-এর জাতীয় প্রচারাভিযান। বাবরি মসজিদের আসল সত্য জনসমক্ষে তুলে ধরতে এসডিপিআই-এর পক্ষ থেকে প্রদর্শনী, হ্যান্ডবিল, সেমিনার, অল ইন্ডিয়া মুশাইরা, ভিডিও প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে।

সমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ


এই প্রচারাভিযানের অংশ হিসাবে সোমবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ডাকে বাবরি মসজিদের ন্যায় বিচারের দাবীতে রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে একটি সেমিনার অনুষ্ঠিত হয় ।

সমাবেশে যোগ দিতে আগত সমর্থকগণ


উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া রাজ্য সভাপতি ও জঙ্গিপুর লোকসভার প্রার্থী তায়েদুল ইসলাম, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন রাজ্য সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, বন্দিমুক্তি কমিটির রাজ্য কমিটির সদস্য বিশ্বনাথ মন্ডল, পপুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক ডক্টর মিনারুল।


তায়েদুল ইসলাম তার বক্তব্যে বলেন বলেন, ‘বাবরি মসজিদের ন্যায় বিচারের দাবিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া দুই মাস ব্যাপী সারা দেশে প্রচার চালিয়ে আসছে এবং জনগণকে বাবরি মসজিদের আসল সত্য জনগণকে অবগত করানো হচ্ছে এই প্রচারাভিযানের মূল উদ্দেশ্যে। তিনি প্রশ্ন তুলেন লিবারহান কমিশনের দীর্ঘ তদন্তের পরে বাবরি ধংসের মদতদাতা অভিযুক্ত অপরাধীদের নাম প্রকাশ করা হলেও আজও তা বিচার প্রক্রিয়া শুরু হয়নি কেন ? উল্টে সেই সকল অপরাধীরাই রাম মন্দির তৈরির হুমকি দিচ্ছে’।

মঞ্চে উপবিষ্ট SDPI এর নেতৃবৃন্দ


জঙ্গিপুর এলাকার উন্নয়নের ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘বর্তমান রাজ্য সরকার মুর্শিদাবাদের অনেক উন্নয়ন হয়েছে বলে দাবি করছেন। কিন্তু প্রকৃত অর্থে যে উন্নয়ন হল শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান এ ব্যাপারে রাজ্যের মধ্যে পিছিয়ে পড়া জেলা হচ্ছে মুর্শিদাবাদ। এখানে কোন উন্নয়ন হয়নি। তিনি বলেন মুর্শিদাবাদে আটখানা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন রয়েছে এখনও একটিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি এ ব্যাপারে কোন রাজনৈতিক দলের নেতার মুখে কোন কথা শোনা যাচ্ছে না শুধু এখানকার মানুষের ভোট নিয়ে রাজনীতি করে চলেছে বলে জানান’।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সর্বভারতীয় কমিটির সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন


এসডিপিআই এর নেতাদের দাবি বাবরি মসজিদ ধ্বংস শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলা নয় এটি ভারতের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাংবিধানিক অধিকারের উপর হামলা। তাই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ও সাংবিধানিক অধিকার রক্ষায় বাবরি মসজিদ পুনঃনির্মানের দাবি জানান।


এই দিনের সমাবেশে স্থানীয় নেতা, কর্মী ও সাধারণ সদস্য মিলে প্রায় ১০০০ এর বেশি উপস্থিত ছিল। আসন্ন লোকসভা নির্বাচনে এসডিপিআই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী করবে বলে জানিয়েছেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি আরও জানান বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা ক্ষমতায় আসার জন্য ভোটের আগে সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে ভোটের পর সব ভুলে যাচ্ছে। তাই জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারদের কে সব সময় সতর্ক থাকতে হবে।

Back To Top