বাজল ২০১৯ লোকসভা ভোটের দামামাঃ জেনে নিন বাংলাতে কবে ভোট

ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিল মুখ‍্য নির্বাচন কমিশন।

 পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ৫ দফায়

#১ম দফা হবে ১৭ই এপ্রিল, ২০১৯,
#২য় দফা হবে ২৪শে এপ্রিল, ২০১৯,
#৩য় দফা হবে ৩০শে এপ্রিল, ২০১৯,
#৪থ দফা হবে ৭ই মে, ২০১৯ এবং
#৫ম দফা হবে ১২ই মে, ২০১৯।

#১মদফায়নির্বাচন হবে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার।

#২য়দফায়নির্বাচন হবে বালুরঘাট, মালদা (উত্তর), মালদা (দক্ষিণ), জঙ্গিপুর ও মুর্শিদাবাদ।

#৩য়দফায়নির্বাচন হবে বীরভূম, বোলপুর, বর্ধমান (পূর্ব), বর্ধমান দুর্গাপুর, হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, উলবেড়িয়া ও হাওড়া।

#৪থদফায়নির্বাচন হবে আসানসোল, পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুর।

#৫মদফায়নির্বাচন হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ব‍্যারাকপুর, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, কলকাতা (উত্তর), কলকাতা (দক্ষিণ), তমলুক, কাঁথি ও ঘাটাল।

এছাড়াও বিধানসভা উপনির্বাচন হবে।

#১৭ইএপ্রিল২০১৯ ― কুমারগ্রাম ও ময়নাগুড়ি।
#৩০শেএপ্রিল২০১৯ ― গলসি
#৭ইমে২০১৯ ― কোতলপুর।
#১২ইমে২০১৯ ― শান্তিপুর ও চাকদা।

Back To Top