ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে রটনা, সেটা মিথ্যা, প্রেস বিজ্ঞপ্তি অর্থদপ্তরের

গত কয়েকদিন থেকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে একটা মেসেজ ঘোরাফেরা করছিল সেটা অর্থ দপ্তরের নজরে আসার পরেই অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি তে বলা হয় যে ব্যাঙ্ক যথারীতি খোলা থাকবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেও। বন্ধ থাকবে শুধু মাত্র ২ সেপ্টেম্বর, রবিবার, এবং ৮ সেপ্টেম্বর, মাসের দ্বিতীয় শনিবার। ইন্টারনেট ব্যাঙ্কিং ও এটিম পরিসেবাও যথারীতি চলবে। তাই সাধারণ মানুষকে এইরকম মেসেজের প্রতি কর্ণপাত না করার আবেদন জানিয়েছে অর্থ দপ্তর। হোয়াটসঅ্যাপের ওই মেসেজে ছিল যে ২-৫ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের জন্য বন্ধ থাকবে ও ৮-৯ শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় বন্ধ থাকবে। মোট ৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে রটানো হয়েছিল।

ধর্মঘটের কথা সত্যি হলেও সেটা সমস্ত

ব্যাঙ্কের কর্মচারীরা ধর্মঘট করছে না, শুধু মাত্র আরবিাই এর

কর্মীগণ ৪-৫ সেপ্টেম্বর ধর্মঘট করবে যা প্রাইভেট ও পাবলিক সেক্টরের

ব্যাঙ্কের উপর সেরকম কোন প্রভাব ফেলবে না।

৩ সেপ্টেম্বর জন্মাষ্টমী হওয়ায় কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকার ঘটনা ভিত্তিহীন বলে জানিয়েছে অর্থ দপ্তর।      
Back To Top