বিশ্বজয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান ওরফে দিলীপ শেখর, কেমন ছিল হিন্দু থেকে মুসলমান হওয়ার যাত্রা

দিনকাল ডেস্কঃ অস্কারজয়ী বিশবিখ্যাত এই গায়কের জন্ম ৬ জানুয়ারী ১৯৬৭ সালে। চেন্নাইয়ের সঙ্গীত পরিবারে জন্ম এই গায়কের। বাবা ছিলেন তামিল ও মালায়ালাম সিনেমার সুরকার। সঙ্গীত পরিবারে জন্ম হওয়ায় ছোট থেকেই সঙ্গীতের প্রতি ঝোক ছিল।

কি বোর্ড, পিয়ানো, হারমোনিয়াম সহ একাধিক মিউজিক ইন্সট্রুমেন্ট্রালে দক্ষ এই সুরকার ধনরাজ এর কাছে মিউজিক শিখতে শুরু করেন। ১১ বছর বয়সে বাবার বন্ধু মালায়ালাম সুরকার এম কে অরজুনান এর সাথে কাজ করতে শুরু করেন।

২৩ বছর বয়সে তিনি ইসলামের সান্নিধ্য পান এবং পুরো পরিবারকে নিয়ে ইসলামের ছায়াতলে স্থান গ্রহন করেন।

তিনি একটি সাক্ষাতকারে তার ইসলাম গ্রহন করা নিয়ে বলেন, ধীরে ধীরে আমি বুঝতে পারলাম এর মাহাত্ম্য এবং এর সিস্টেম, ভ্যালু। এগুলো আমার আগের হিন্দু বিশ্বাস কে নাড়িয়ে দিল, তখন আমি নিজে থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম এবং ইসলাম গ্রহন করে এ.আর. রহমান নাম গ্রহন করি।

তিনি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ইসলাম গ্রহন করতে তার ১০ বছর সময় লেগেছে। তার মা একজন নিষ্ঠাবান হিন্দু ছিলেন। তাই হঠাৎ করে ইসলাম গ্রহণ করাটা এতটা সহজ ছিল না।

উল্লেখ্য, এ.আর. রহমান এর পুরো নাম আল্লারাখা রহমান। তার স্ত্রী সাইরা বানু, তাদের তিনটি খাদিজা, রহিমা এবং আমিন নামে তিনটি সন্তান রয়েছে।

এ.আর. রহমান তামিল, তেলেগু, হিন্দি সহ হলিউডেও নিজের স্বকীয় কাজের ছাপ রেখেছেন। শুধু মাত্র ট্র্যাডিশনাল সঙ্গীত নয়। ইসলামী সঙ্গীতে তিনি অবদান রেখেছেন।

অস্কার নিয়ে পোজ দিচ্ছেন এ আর রহমান

 

মিউজিকে তার অবদান স্বরূপ ৬ বার জাতীয় পুরস্কার জিতেছেন, ৬ বার তামিলনাড়ু রাজ্য সিনেমা পুরস্কারে ভূষিত হয়েছেন। বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সান্মানিক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এর মধ্যে রয়েছে আলিগড় ইউনিভার্সিটি, মিডলেক্স ইউনিভার্সিটি, আন্না ইউনিভার্সিটি, মায়ামি ইউনিভার্সিটি। এছাড়াও আরো নানান পুরস্কারে ভূষিত হয়েছেন বিশ্বজয়ী এই সঙ্গীত শিল্পী।

 

স্লামডগ মিলিয়নেয়ার সিনেমায় সুরের জন্য জিতেছেন দুটি অস্কার। জিতেছেন গ্রামি অ্যাওয়ার্ড।

কানাডার একটি রাস্তার নামে এই সঙ্গীত শিল্পীর নামে করা হয়েছে।

Back To Top