অভিমানী মন – আবু তালেব সরকার


আকাশের রংটা আজ ঘোলাটে, নাকি সাদাটে!
মেঘ তো নাই, তবে কী ধোয়া?
আকাশের রং তো নীল হয় …
তবে….!!

পূজার চেহারাটা ও আজ ফ্যাকাশে, ভীষণ ফ্যাকাশে।
আকাশটাও ওকে খুব ভালোবাসে,
নাহলে ওরও মুখ গোমড়া কেন!

সেই সাঁঝ বেলাকার চাঁদ টা,
তখন থেকে নদীর বুকে লেগে রয়েছে ।
গঙ্গাটা ও বইছে না একধাপ, সব ‘থ’।

দেখো এই ভেটুল গাছটা,
জলে পা ডুবিয়ে ঠাঁই বসে আছে ।
ওরও ঘুম পাচ্ছে না।

ঝিঝি গুলো ছন্দ হারিয়ে
মর্মাহত, স্তব্ধ- নিশ্চুপ
আমার মত ওরা ও অভিমানী,
পূজার জন্য ।

ওর শুকনো ঠোঁট কী যেন বলছে!
কিন্তু ওর চোখ বন্ধ কেন?
মায়াবৃত , চকচকে-চিকন গাল,
স্তিমিত-নিথর কেন?

নেশাময়ী কাজল কালো চোখ,
নিঃশব্দ ঘাতক স্মিত বদন,
হাওয়ার তালে নৃত্যরত চুল
সব নিস্তেজ কেন?

তবে নিয়ে যাও ওকে,
আমারও কোনো অভিযোগ নেই,
ওকে বিদায় দাও,
বিদায় দাও ওকে।

Back To Top