অস্ট্রেলিয়ান প্লেয়ার আমাকে ওসামা বলে অপমান করেছিলঃ মইন আলি

দিনকাল ডেস্কঃ ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি তার বায়োগ্রাফি তে লিখেছেন “২০১৫ সালে তার জীবনের প্রথম অ্যাসেজ টেস্টে এক অস্ট্রেলিয়ান খেলোয়াড় তাকে টুইন টাওয়ার হামলায় অভিযুক্ত বলে দাবী ওসামা বিন লাদের নাম ধরে ডেকে অপমান করেছিল”। তিনি আরো বলেছেন যে “একথা শোনার পর তিনি তার নিজের কান কেও বিশ্বাস করতে পারেননি”।

উল্লেখ্য, মইন আলি ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সম্প্রতি ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ে উল্লেখযোগ্য ভুমিকা রেখেছেন এই অলরাউন্ডার।

বাঁদিক থেকে, হাসিম আমলা ও মইন আলিহা

শুধু মইন আলি প্রথম নন, এর আগে অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার দক্ষিণ আফ্রিকার মুসলমান খেলোয়াড় হাসিম আমলা কে সন্ত্রাসবাদী বলে উল্লেখ করেছিল।

ইসলামোফোবিয়া ও পশ্চিমা মিডিয়ার স্বীকার হয়ে সারা বিশ্বেই মুসলিম ও দাড়ি আছে এমন ব্যক্তিদের উপর আক্রমণ হয়ে আসছে। তবে খেলার  জগতেও এমন হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক।

মইন আলি, আদিল রশিদ, হাসিম আমলাদের বিশেষত্ব হলো খেলার ময়দানেও এরা ইসলাম কে ধরে রাখেন। সম্প্রতি ইংল্যান্ডের সিরিজ জয়ে শ্যাম্পেন উৎসব থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন মইন আলি ও আদিল রশিদ। হাসিম আমলা দক্ষিন আফ্রিকা ক্রিকেট টিমের স্পনসর একটি মদ কোম্পানি হওয়ায় তিনি সেই লোগো জার্সি তে পরেন না, সেজন্য তাকে ফাইন দিতেও হয়।

Back To Top