মমতা বন্দোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার জন্য প্রাক্তন তৃনমূল কংগ্রেস নেতা আসিফ খানের সওয়াল


আসিফ খান

আসিফ খান, ২০১৪ সালে তৃনমূল ছেড়ে বেরিয়ে ইন্ডিয়ান ডেমোক্রাটিক কংগ্রেস নামে নতুন একটি দল গঠন করেন। ডিএনএ কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন তার পার্টি মমতা বন্দোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার জন্য সমস্ত রকম সমর্থন করবে। উল্লেখ্য, আসিফ খান তার আগের ৪ বছর আগে করা নিজের মন্তব্য থেকে পুরো ইউটার্ন করলেন যেখানে তিনি মমতা বন্দোপাধ্যায়কে ‘ব্যান্ডিট কুইন বা ডাকাত দলের সর্দারনী’ বলে মন্তব্য করেছিলেন।


ভারতীয় নির্বাচন কমিশন কে পাঠানো চিঠি অনুযায়ী ইন্ডীয়ান ডেমোক্র্যাটিক কংগ্রেস এর সাধারণ সম্পাদক বিদিশা কোড়ালি বলেছেন যে ৩ সেপ্টেম্বর এর সভা অনুযায়ী সর্ব সম্মতিক্রমে পার্টি এখন জাতীয় লেভেলে কাজ করবে।


ডিএনএ থেকে আসিফ খান কে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বাংলার মানুষ এবং সারা ভারত জানে যে বর্তমান রাজনৈতিক অবস্থা কোনদিকে যাচ্ছে এবং এই অবস্থায় মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য সব থেকে যোগ্য ব্যক্তি। আমাদের দল মমতা বন্দোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সমস্ত রকম সমর্থন করবে।
বিশেষ সূত্রে খবর, আসিফ খান মুসলিম ভোট কে এক জায়গায় করে মমতার সমর্থনে আনতে চাইছেন। সূত্রের আরও খবর, আসিফ খান আগামী সাধারণ নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে লড়াই করতে চাইছেন।
আসিফ খান আরও বলেন, “শুধু মুসলিম ভোট নয়, আমরা মমতা বন্দোপাধ্যায়ের জন্য সর্ব শক্তি নিয়ে ময়দানে নামব। আমরা মিটিং, মিছিল করে সাধারণ মানুষকে সচেতন করব মমতা বন্দোপাধ্যায়ের কাজের বিষয়ে, মমতা বাংলার উন্নয়নের জন্য যেসব কাজ করেছেন সেগুলো নিয়ে আমরা সাধারণ মানুষকে সচেতন করব। “
আসিফ খানের মনোভাবের বিষয়ে বসিরহাটের বর্তমান সাংসদ ইদ্রিশ আলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন “সবাই জানে আসিফ খান মমতার বিরুদ্ধে কি বলেছে! আমি আমার কাজ করে চলেছি এবং মানুষ সেটার প্রশংসাও করছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ই সিদ্ধান্ত নেবেন কে সেখান থেকে লড়াই করবে। তবে এটা সত্যি যে আসিফ কিছু অকল্পনীয় মন্তব্য মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে করেছিলেন।
২০১৪ সালে আসিফ খানকে সারদা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে সিবিআই আটক করেছিল। সেই সময় তিনি নির্বাচনী দেখভালের দায়ীত্বে ছিলেন। আটক হওয়ার পড়ে সাংবাদিকদের কে সাক্ষাৎকার দেওয়ার সময় মমতাকে ‘ব্যান্ডিট কুইন’ বলে সম্বোধন করেছিলেন, তিনি অভিযোগ করেন সারদার সমস্ত টাকা ব্যান্ডিট কুইন ও তার দলের কাছ গেছে। সাংবাদিকরা ‘ব্যান্ডিট কুইন’-টা কে জিজ্ঞেস করলে তিনি বলেন ‘মমতা বন্দোপাধ্যায়’।

Source: DNA

Back To Top