ব্রেকিংঃ বিস্ফোরণ কান্ডে হিন্দুত্ববাদী নেতাদের দোষী সাব্যাস্ত করল বিশেষ আদালত

মক্কা মসজিদে বিস্ফোরন থেকে শুরু করে আজমেরে বিস্ফোরণ, বার বার নাম এসেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। এবার মূলত সেই অভিযোগগুলো যে সত্যি সে বিষয়ে মূলত টিক মেরে দিল বিশেষ আদালত। মালেগাঁও বোমা বিস্ফোরন কাণ্ডে ৬ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় মোট ৭ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ২০০৮ সালে এই বিস্ফোরন সংগঠিত হয়। এই ঘটনার রায় দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রাসাদ, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, সুধাকর দ্বিবেদি, অজয় রাহিরকর, সুধাকর চতূর্বেদি এবং সমীর কুলকার্নি।

মুম্বাইয়ের স্পেশাল কোর্টে বিচারক বিনোদ পালেদ ইউএপিএ আইনে এদের দোষী সাব্যস্ত করেন। ভারতীয় দন্ডবিধির ধারা অনুসারে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। অভিযুক্ত সকলেই রায় দানের সময় আদালতে উপস্তিত ছিলেন। উল্লেখ্য, আজ থেকে দশ বছর আগে মুম্বাই থেকে ২০০ কিলোমিটার দূরে এক মোটর সাইকেলে বোমা বেঁধে বিস্ফোরন ঘটানো হয়েছিল।

উল্লেখ্যঃ বিশিষ্ট আইপিএস শহীদ হেমন্ত কারকারে এই সব বিস্ফোরনে যে হিন্দুত্ববাদীরা জড়িৎ সেটা প্রথম প্রকাশ করেন এবং অনেক হিন্দুত্ববাদী নেতাদের কে তিনি জেলে ঢুকান। তারই ফল হিসাবে তাকে হত্যা করা হয় বলে মনে করেন অনেকেই।

 

Back To Top