‘ইসরো’ বিজ্ঞানী নামবি নারায়নণ কে গ্রেফতার ‘অযৌক্তিক ও অপ্রয়োজনীয় ছিল’:সুপ্রিম কোর্ট

 

প্রাক্তন ‘ইসরো’ বিজ্ঞানি নামবি নারায়নান কে গ্রেফতার ‘অযৌক্তিক ও অপ্রয়োজনীয় ছিল’ দাবী সুপ্রিম কোর্টের। তাকে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশও দেওয়া হয়েছে। বিচারপতি ডি কে জৈন  এর নেতৃত্বে সুপ্রিমকোর্টের একটি টিম নামবি নারায়নণের পক্ষে রায় দেন এবং ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন।

কে এই নামবি নারায়নণ?

ইসরোর এই বিজ্ঞানী যাকে গ্রেফতার করে ৫০ দিন জেলে রাখা হয়েছিল আরেকজন বিজ্ঞানী ডি, সসিকুমার এর সাথে। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল অতী গোপন বৈজ্ঞানিক তথ্য পাকিস্তানের কাছে বিক্রি করার। সিবিআই ও সুপ্রিমকোর্ট ১৯৯৮ সালে  অভিযোগ তাদের কে এই অভিযোগ থেকে মুক্তি দেয়।

বিজ্ঞানী নামবি কোর্টের রায় সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ‘আমি খুশি, আজকে সত্যের জয় হয়েছে’।

প্রাক্তন ডিজি শিব মেথউ কোন রকম মন্তব্য করতে অস্বীকার করেছেন।

Back To Top