একদিকে মানুষ অনাহারে, অন্যদিকে কলকাতায় বর্ষবরণের নির্লজ্জপনা ফুর্তি

দিনকাল ডেস্কঃ ২০১৮-র বিদায়। স্বাগত ২০১৯ । কলকাতার ফুটপাত গুলিতে যখন মানুষ খোলা- আকাশের নিচে কনকনে শীতে অর্ধাহারে- অনাহারে দিন গুজরান করছেন। তখন এই কলকাতার বুকেই নানান বিনোদনের মাধ্যমে বর্ষবরণ করা হচ্ছে। পার্কস্ট্রিট থেকে সায়েন্সিটি, পিয়ারলেস থেকে সল্টলেক, রবীন্দ্রসদন থেকে বাবুঘাট- সর্বত্রই চলছে মনোরঞ্জনের ফোয়ারা। ই এম বাইপাসের চৌবাগা থেকে তপসিয়া মোড় পর্যন্ত হোটেল, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র গুলিতে নাচ-গান থেকে শুরু করে মদ্যপ অবস্থায় এমন কোনো বিনোদন নেই যেখানে বেলিল্লাপনা হয়নি। মদ্যপ অবস্থায় ছেলে-মেয়েদের ঢলাঢলি সব কিছুই হয়েছে পুলিশের সামনে। পুলিস প্রশাসন ছিল কার্যত নির্বিকার । পূর্ব কলকাতার সায়েন্সিটি সংলগ্ন অর্কিড গার্ডেন, রোশম গার্ডেন, সাঞ্ঝাচুলা, ক্যাপ্টন, পিয়ারলেস সহ বিভিন্ন হোটেল ও পানশালা গুলিতে চলেছে দেদার ফুর্তি। এই ইএম বাইপাসে পুকুর ও জলাভূমি ভরাট করে গরীব মানুষের জীবন- জীবীকা নষ্ট করে এই বিনোদন কেন্দ্র গুলি গড়ে উঠেছে। অন্যদিকে পার্কস্ট্রিটের অবস্থা ছিল বেলাগাম। রাজ্যের ২৩ টি সদর শহর গুলিতে একই চিত্র। পুলিসের চোখের সামনে চলেছে বেলিল্লাপনা।

Back To Top