২০১৭-২০১৮ সালে ৯৪ টি এয়ারপোর্ট চালিয়ে আর্থিক ক্ষতি হয়েছে সরকারেরঃ বিমান মন্ত্রী সুরেশ প্রভু

এয়ারপোর্ট অথরিটি অফ ইণ্ডিয়া ১২৯ এয়ারপোর্ট চালায়। যার মধ্যে ২০১৭-২০১৮ অর্থবর্ষে ৯৪ টি এয়ারপোর্ট থেকেই লস হয়েছে। বিমান মন্ত্রী সুরেশ প্রভু বলেন সরকার এয়ারপোর্ট থেকে আয় বাড়ানোর জন্য অনেক উদ্যোগ নিচ্ছে।

এয়ারপোর্ট চালিয়ে আর্থিকভাবে ক্ষতির কারণ হচ্ছে আয়ের থেকে এয়ারপোর্ট দেখভালের জন্য খরচ বেশি হওয়ায়। লোকসভাতে লিখিতে ভাবে দেওয়া উত্তরে ক্ষতির জন্য তিনি এই কারণ উল্লেখ করেছেন।

এছাড়া ১৭ টি এয়ারপোর্টে ২৮টি চুরির ঘটনা ঘটেছে ২০১৮ সালের জুন পর্যন্ত। ২০১৭ সালে চুরির ঘটনা ছিল ৫৯ এবং ২০১৬ সালে ৬৪টি।

Back To Top